8 Kartrik 1431 বঙ্গাব্দ বুধবার ২৩ অক্টোবর ২০২৪
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / ক্রাইম নিউজ / ভান্ডারিয়ায় মাদ্রারাসা শিক্ষকের বেত্রাঘাতে এক ছাত্রী আহত

ভান্ডারিয়ায় মাদ্রারাসা শিক্ষকের বেত্রাঘাতে এক ছাত্রী আহত

পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলার উত্তর পৈকখালী সিনিয়র আলিম মাদ্রাসার সমাজ বিজ্ঞান বিভাগের প্রভাষক মো. মাসুদুজ্জামান শনিবার দুপুরে ওই মাদরাসার সপ্তম শ্রেণীর ছাত্রী নুরুন্নেছা আক্তারকে শ্রেণী কক্ষে পাঠদানের সময় বেত দিয়ে নির্দয়ভাবে পিটিয়ে গুরুতর জখম করে। গতকাল সোমবার ওই ছাত্রীকে উন্নত চিকিৎসার জন্য ভাণ্ডারিয়া হাসপাতাল থেকে বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হয়েছে।আহত মাদরাসা ছাত্রীর পরিবারের অভিযোগ, গত শনিবার দুপুরে শ্রেণী কক্ষে পাঠদানের সময় শিক্ষক মো. মাসুদুজ্জামান ছাত্রীকে পড়া লিখতে বললে তার হাতের লেখার দুই লানের মধ্যে দূরত্ব কম হওয়ায় শ্রেণী শিক্ষক ক্ষিপ্ত হয়ে বেত্রাঘাত করে জখম করেন। এতে তার বাম হাঁটুর জয়েন্টে মারত্মক রক্ত জখম হয়। ওই দিন তাকে ভান্ডারিয়া উপজেলা স্বাস’্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে তার অবস’ার অবনতি হলে তাকে গতকাল সোমবার দুপুরে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে।অসুস’ ওই মাদরাসা ছাত্রীর বাবা মো. আবু বকর ফরাজির অভিযোগ করেন, গত শনিবার দুপুরে শ্রেণী কক্ষে বসে হাতের লেখা খারাপ হওয়ায় তার মেয়েকে শ্রেণী শিক্ষক মাসুদুজ্জামান নির্দয়ভাবে বেত দিয়ে পিটিয়ে গুরুতর জখম করেন । বিষয়টি মাদরাসা কর্তৃপক্ষকে জানানো হলে তারা চিকিৎসার ও বিচারের আশ্বাস দেন। কিন’ গত তিন দিনেও মাদরাসা কর্তৃপক্ষ কোন ব্যবস’া নেয়নি।এ ব্যাপারে অভিযুক্ত শিক্ষক মো. মাসুদুজ্জামান ওই ছাত্রীকে বেত দিয়ে পিটুনীর ঘটনায় দুঃখ প্রকাশ করে বলেন, মাত্র দুই/একটি পিটুনীতে এমন আহত হবে তা বুঝতে পারিনি। আমার পক্ষ হতে মেয়েটির চিকৎসার সব রকম ব্যবস্থা নেওয়া হয়েছে। এ ভুলের কারনে মাদরাসা কর্তৃপক্ষের দেয়া যে কোন বিচার আমি মেনে নেব।এ ব্যাপারে মাদরাসা ব্যবস’াপনা কমিটির সভাপতি কাজী ফজলুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মাদরাসা ছাত্রীকে বেত দিয়ে পিটিয়ে আহত করার বিষয়টি তার পরিবার মৌখিকভাবে আমাকে জানিয়েছেন। বিষয়টি নিন্দনীয়। ওই ছাত্রীর পরিবারকে লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে। এ ব্যাপারে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস’া নেওয়া হবে।এ বিষয়ে মাদরাসা অধ্যক্ষ মো. মোফাজ্জেল হোসেন বলেন, বিষয়টি অবশ্য দুঃখজনক ও নিন্দনীয়। তবে ওই ছাত্রীর চিকিৎসার সব রকম উদ্যোগ নেওয়া হয়েছে। চিকিৎসা আর বিচারতো একসাথে হয়না। মেয়েটি সুস’ হওয়ার পর অভিযুক্ত শিক্ষকের বিরদ্ধে ব্যবস’া নেওয়া হবে।

আরও পড়ুন...

নওগাঁয় চুরি যাওয়া ৮টি মোটরসাইকেল উদ্ধার— গ্রেফতার ৫

এনবিএন ডেক্সঃ নওগাঁয় চুরি যাওয়া ৮টি মোটরসাইকেল উদ্ধার সহ পাঁচজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) …