এনবিএন ডেক্স: নওগাঁর ধামইরহাটে প্রতিড়্গের হামলায় ৩ জন জখম হয়েছে। প্রাপ্ত তথ্য ও প্রত্যড়্গ দর্শী সূত্রে জানা গেছে, উপজেলার আলমপুর ইউপির অধীন ছিলিপুর মৌজায় ৪৮ নং জে,এল ও ৪১৪ নং আর,এস খতিয়ানের ৬০৬, ৬০৭, ৬০৮, ৫২৮,৩১০ নং দাগে ৫ একর ২২ শতক জমির উপর প্রতিপড়্গ আব্দুল লতিফ গং কয়েক দিন পূর্বে জোর পূর্বক জমি জবর দখল করে লাঠিয়াল বাহিনী দ্বারা ইরি রোপা ধান রোপন করে। এমতাবস’ায় উক্ত জমি জমা সংক্রানত্ম বিরোধের জের গত ২৭ ফেব্রম্নয়ারী দুপুর সাড়ে ১২ টায় সময় জমির মালিক মোঃ আব্দুল ওয়াজেদ গং জমিতে গেলে প্রতিপড়্গ আব্দুল লতিফ, জাকারিয়া, বদিউল আলম সহ সশস্ত্র দলবল নিয়ে হামলা করলে ওয়াজেদ আলীর বড় ভাই আব্দুর রাজ্জাক, ছোট ভাই আব্দুল মান্নান ও আব্দুস সাত্তার গুরম্নত্বর রক্তাক্ত জখম করে। জখমীরা ধামইরহাট হাসপাতালে চিকিৎসাধীন আছে। এই ঘটনার প্রতিপড়্গ জাকারিয়ার সাথে (০১৭৩৬-২৯৩১৪৮) মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বিবাদমান উক্ত জমি নিজেদের জমি বলে দাবী করেন এবং মারামারির ঘটনাকে কৌশলে এড়িয়ে যান। এ রিপোর্ট লেখা পর্যনত্ম মামলা প্রস’তি চলছিল।
আরও পড়ুন...
নওগাঁয় তরুণকে অপহরণ চেষ্টা, আটক ২
নওগাঁ প্রতিনিধি : নওগাঁর মান্দায় এক তরুণকে অপহরণ করে নিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজন দুই …