26 Boishakh 1432 বঙ্গাব্দ শনিবার ১০ মে ২০২৫
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / ক্রাইম নিউজ / কাউখালীতে রিক্সা চালক জাকিরের শেষ সম্বল আগুনে পুড়ে ছাই

কাউখালীতে রিক্সা চালক জাকিরের শেষ সম্বল আগুনে পুড়ে ছাই

পিরোজপুরের কাউখালী উপজেলার বেতকা গ্রামে ২৬শে ফেব্রম্নয়ারী রাত ৯.০০ ঘটিকায় রিক্সা চালক মো. জাকির হোসেনের বসত ঘর খানা আগুন লাগে, স্থানীয় জনগণের আগুন নিয়ান্ত্রনে আসে রাত ১.০০ ঘটিকায় এরই মধ্যে আগুনে পুড়ে নিমেষেই শেষ হয়ে যায়।কাউখালী উপজেলা থেকে বেতকা গ্রামে ফায়ার সার্ভিসের গাড়ি নদী পথ থাকায়, গন্ধব্য স’ানে না যাইতে পারায় মো. জাকির হোসেনের বসত ঘর খানা পুড়ে শেষ হয়ে যায়। আগুনের সূত্র পাত হয় লেমের আগুন থেকে ঘরে থাকা কাপড়ে আগুন লাগেই, ঘররে চারো দিকে আগুনের বহিৃশিখা ছড়িয়ে পড়ে ঘর খানা পুড়ে ছাই হয়ে যায়, পার্শবতী আর কোন ঘর না থাকায় রিক্সা চালকের বসত ঘর খানা পুড়ে যায়। প্রাণে বেচে জান জাকির ও তার পরিবার। মো. জাকির হোসেনের আগুনে পুড়ে ড়্গয় ড়্গতির পরিমান আনুমানিক মূল্য হবে ১৫০০০০/- (এক লড়্গ পঞ্চাশ হাজার) মাত্র টাকা। বর্তমানে মো. জাকির হোসেন দুই সনত্মান ও স্ত্রী নিয়ে খোলা আকাশের নিচে বসবাস করছেন।

আরও পড়ুন...

নওগাঁয় তরুণকে অপহরণ চেষ্টা, আটক ২

নওগাঁ প্রতিনিধি : নওগাঁর মান্দায় এক তরুণকে অপহরণ করে নিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজন দুই …