22 Chaitro 1431 বঙ্গাব্দ শনিবার ৫ এপ্রিল ২০২৫
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / সারাদেশ / স্বরূপকাঠিতে জোড়া খুনের আসামী শাহীনকে রিমান্ড শেষে আদালতে সোপর্দ

স্বরূপকাঠিতে জোড়া খুনের আসামী শাহীনকে রিমান্ড শেষে আদালতে সোপর্দ

স্বরূপকাঠির সুন্দর গ্রামে (সেহাংগলে) জোড়া খুনের ঘটনায় রিমান্ডে নেয়া আসামী শাহীনের কাছ থেকে তেমন উল্লেখযোগ্য তথ্য আদায়করতে পারনি পুলিশ। বৃহস্পতিবার ৩ দিনের রিমান্ড শেষে আদালতে সোপর্দ করা হয়েছে। তদন-কারী কর্মকর্তা ওসি তদন- সুরেনদ্র নাথ রায় সমকালকে জানান আসামী শাহীন অত্যন- চতুর সে পারিপার্শিক সব কিছু স্বীকার করলেওসম্পৃক্ততার কথা সুকৌশলে এড়িয়ে যায়। তবে পুলিশের পাওয়া তথ্য ও তার দেয়া পারিপার্শিক তথ্য ও বিভিন্ন কর্মকান্ডের সাথে সব কিছুই মিলে যাচ্ছে। পুলিশ নিশ্চিত হয়েছে ওই হত্যাকান্ডের মূল হোতা শাহীন। উল্লেখ্য ১৭ ফেব্রুয়ারী রাতে সুন্দর গ্রামে গৃহবধু শিউলী ও মেয়ে যুথি আকতার সুবর্না নির্মম ভাবে খুন হয়। শাহীন ওই মামলার এজাহারভুক্ত একমাত্র আসমিী।

আরও পড়ুন...

বিএনপি জনগণের দল, জনগণই বিএনপির শক্তি

নওগাঁ প্রতিনিধি: আব্দুস সালাম বলেন, ‘বিএনপি জনগণের দল। জনগণই বিএনপির শক্তি। আওয়ামী লীগও অনেক বড় …