19 Chaitro 1431 বঙ্গাব্দ বৃহস্পতিবার ৩ এপ্রিল ২০২৫
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / কৃষি সংবাদ / পুনঃ খননের অভাবে পীরগঞ্জের নদীতে চাষাবাদ ।

পুনঃ খননের অভাবে পীরগঞ্জের নদীতে চাষাবাদ ।


বখতিয়ার রহমানঃ পীরগঞ্জ (রংপুর): রংপুরের পীরগঞ্জ উপজেলার খর স্রোতা নদী গুলোর নাব্যতা হারিয়ে গেছে । নদীর বুক এখন আবাদী জমিতে পরিণত হয়েছে। নদীর বুক চিরে চলছে বোরো ধানের চাষাবাদ। উজানে বাঁধ দিয়ে ইরিগেশনের জন্য সেচ প্রকল্প তৈরী, অপরিকল্পিতভাবে বাঁধ নির্মাণ ও স করার ফলে নদীর স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস- হওয়ায় এ অবস’ার সৃষ্টি হয়েছে। ড্রেজিংয়ের অভাবে নদীর বুকে পলি জমে উচুঁ হয়েছে এবং নদীর পাড়ে গড়ে উঠেছে বিভিন্ন স’াপনা। নদীর চর ও পাড় ভূমিদস্যুরা দখল করে নিয়েছে। ফলে নদীর গভীরতা ও প্রশস-তা কমে গেছে। বর্ষা মওসুমে অল্প বৃষ্টিতেই দু‘কুল ছাপিয়ে বন্যার সৃষ্টি হয় এবং কার্তিকের শুরুতেই পানি শুকিয়ে মরা নদীতে পরিণত হয়। এক সময় নদীগুলোতে মাছ শিকার করে অসংখ্য জেলে পরিবার তাদের জীবিকা নির্বাহ করলেও বর্তমানে নদীগুলো শুকিয়ে যাওয়ায় মাছ শিকার করতে না পেরে অসহায় জীবন যাপন করছে অসংখ্য জেলে পরিবার।ুপীরগঞ্জের প্রায় ৬৫ কিঃ মিটার প্রবাহিত নদী গুলোর এ অবস’া । সর্ব মহলের মতে নদী গুলো পুনঃ খনন জরুরী ।

আরও পড়ুন...

নওগাঁর রাণীনগরে অভিযানে কারেন্ট-রিং জাল জব্দ ॥ জরিমানা আদায়

এনবিএন ডেক্সঃ নওগাঁর রাণীনগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে অবৈধ কারেন্ট ও রিং জাল দিয়ে …