20 Agrohayon 1431 বঙ্গাব্দ বৃহস্পতিবার ৫ ডিসেম্বর ২০২৪
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / সর্বশেষ / নওগাঁর মহাদেবপুরে ছাত্রদল নেতার পিতার ইন্তেকাল

নওগাঁর মহাদেবপুরে ছাত্রদল নেতার পিতার ইন্তেকাল

এনবিএন ডেক্স- নওগাঁর মহাদেবপুর থানা ছাত্রদলের আহ্বায়ক মাসুদুর রহমান টিক্কার পিতা সদর ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি ময়েজ উদ্দিন মৃধা (৮০) বার্ধক্য জনিত কারনে শুক্রবার সন্ধ্যায় ফাজিলপুর গ্রামে তার নিজ বাস ভবনে ইনে-কাল করেছেন (ইন্না…….রাজিউন)। মৃত্যু কালে তিনি চার পুত্র সহ অসংখ্য গুনাগ্রাহী ও আত্নীয় স্বজন রেখে যান। গতকাল শনিবার বেলা ১১টায় ফাজিলপুর গ্রামে তার নামাজে জানাজা শেষে স’ানীয় কবর স’ানে তাকে দাফন করা হয়। তার নামাজে জানাজায় জাতীয় সংসদের সাবেক ডেপুটি স্পীকার আলহাজ্ব আকতার হামিদ সিদ্দিকী, থানা বিএনপি’র সাধারণ সম্পাদক আব্দুস ছাত্তার নাননু, যুগ্ম সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম সাগর, হাজী আক্কাস আলী, সদর ইউপি’ চেয়ারম্যান আব্দুল মান্নান দুলাল, বিএনপি’ নেতা আর,কে,এম, রেজা, জেলা যুবদল নেতা পারভেজ আরেফিন সিদ্দিক জনি, থানা যুবদলের সভাপতি মোজাফ্‌ফর রহমান, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, ছাত্রদল নেতা শামীম, থানা জাসাসের সাধারণ সম্পাদক কিউ,এম,সাঈদ টিটো, যুবদল নেতা আব্দুস সাত্তার বাবু সহ অসংখ্য নেতা কর্মী অংশ নেন।#

আরও পড়ুন...

মোহাম্মদ আবদুল করিম পলাশ এর জানাজা ও দাফন সম্পন্ন

আরটিভি’র সংবাদ প্রযোজক মুহম্মদ আবদুল কাইয়ূম পাভেল এর বড় ভাই মোহাম্মদ আবদুল করিম পলাশ আর …