8 Kartrik 1431 বঙ্গাব্দ বুধবার ২৩ অক্টোবর ২০২৪
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / সারাদেশ / নওগাঁর ধামইরহাটে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী পাগল এক কিশোর

নওগাঁর ধামইরহাটে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী পাগল এক কিশোর


এনবিএন ডেক্স- – নওগাঁর ধামইরহাট উপজেলার এক অজপাড়া গাঁয়ে বঙ্গবন্ধুর আদর্শ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার আদর্শে অনুপ্রানিত হয়েছে দশম শ্রেনীর এক ছাত্র। বঙ্গবন্ধুর পরিবারকে নিয়ে একটি কবিতার বইও লিখেছেন উপজেলার বসত্মাবর গ্রামের এনামুল সরদারের পুত্র মোঃ মোসত্মাকিম মনোয়ার মাসিফ। ইতো মধ্যে ২০/২৫ টি কবিতা লিখেছেন তার প্রিয় দল বাংলাদেশ আওয়ামীলীগ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ গড়ার উদ্দেশ্যে করে। খোঁজ নিয়ে দেখা গেছে, মাসিফের পরিবারের সবাই বঙ্গবন্ধু ও আওয়ামীলীগের ভক্ত তাই বঙ্গবন্ধুকণ্যা প্রধানমন্ত্রীকে অত্যনত্ম ভালবাসেন। মাসিফের লেখা কবিতাগুলো প্রধানমন্ত্রীর পরিবারকে উদ্দেশ্য করে লিখেছেন। নিম্নবিত্ত পরিবারের মেধাবী ছাত্র এসব কবিতা বই আকারে প্রকাশ করতে পারছেনা শুধু অর্থাভাবে। ইতোমধ্যে এই ড়্গুদে কবি ধামইরহাট প্রেসক্লাবে এসে স’ানীয় সাংবাদিকদের কাছে তার আবেগের কথা তুলে ধরেন। কবিতার বইটি প্রকাশ হলে তা বঙ্গবন্ধুকণ্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে উৎস্বর্গ করবেন। দশম শ্রেনীর এই মেধাবী ছাত্র মাসিফের স’ানীয় চকময়রাম মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র। তার অনেক দিনের আসা তার এই কবিতার বই খানি প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে নিজে তুলে দিয়ে আশির্বাদ গ্রহন করবেন। তার এ আশা কবে পূরন হবে সে প্রত্যাশায় দিন গুনছে মাসিফ।

আরও পড়ুন...

নওগাঁর মান্দায় মসজিদের জমি জবর দখলের অভিযোগ

এনবিএন ডেক্সঃ নওগাঁর মান্দায় কাঞ্চন আলোক দিয়ার জামে মসজিদের জমি জবর দখল করে ঘর নির্মাণের …