এনবিএন ডেক্স- নওগাঁর ধামইরহাটে ধান-চাল চুরি করার সময় ২ জনকে হাতে নাতে আটক করেছে থানা পুলিশ। ধামইরহাট থানার ওসি জিয়া লতিফুল ইসলাম জানান, গত ২৫ ফেব্রম্নয়ারী বিকেল ৩ টায় আমাইতাড়া মোড়ের ব্যবসায়ী খাইরম্নল ইসলামের গোদাম ঘরে রড়্গিত ধান ও মুড়ির চাল দোকানে আনার জন্য গোদাম ঘরে প্রবেশ করলে ধান ও চাল ছিটানো অবস’ায় দেখতে পায়। এতে সন্দেহ হলে তিনি ওৎ পেতে গোদাম ঘরের দিকে লড়্গ্য রাখলে চোরের দল কর্তৃক ধান ও চাল চুরি করাকালীন দোকানদার খাইরম্নল ইসলাম টের পেয়ে থানা পুলিশকে খবর দেয়। এ সময় তাদের মালামাল সহ থানা পুলিশ আমাইতাড়া গ্রামের মৃত ফজলুর রহমানের ছেলে ওলিউল হাসান ওরফে রাজন (২৫) এবং আয়েজ ব্যাপারীর ছেলে কামরম্নজ্জামান উজ্জল (২৬) কে হাতে নাতে আটক করে থানায় নিয়ে আসে। ধামইরহাট থানার এস আই শরিফুল ইসলাম জানান, চোরের দল ১৭৫ বসত্মা ধান ও ১১৫ বসত্মা মুড়ির চাল বিভিন্ন সময়ে চুরি করেছে। আমাইতাড়া বাজার বনিক সমিতির সাধারন সম্পাদক বেলায়েত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন। এ ব্যাপারে ব্যবসায়ী খাইরম্নল ইসলাম বাদী হয়ে মোট ৪ জনকে আসামী করে ধামইরহাট থানায় একটি মামলা দায়ের করেন।
আরও পড়ুন...
নওগাঁয় তরুণকে অপহরণ চেষ্টা, আটক ২
নওগাঁ প্রতিনিধি : নওগাঁর মান্দায় এক তরুণকে অপহরণ করে নিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজন দুই …