1 Joishtho 1431 বঙ্গাব্দ বুধবার ১৫ মে ২০২৪
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / কৃষি সংবাদ / নওগাঁর ধামইরহটে সরিষা ফসলে ডলোচুন প্রয়োগের প্রভাব শীর্ষক মাঠ দিবস

নওগাঁর ধামইরহটে সরিষা ফসলে ডলোচুন প্রয়োগের প্রভাব শীর্ষক মাঠ দিবস

এনবিএন ডেক্স: নওগাঁর ধামইরহাটে সরিষা ড়্গেতে ডলোচুন ব্যবহারের প্রভাব শীর্ষক মাঠ দিবস পালন করা হয়েছে। গত ২২ ফেব্রম্নয়ারী সকাল ১০ টায় উপজেলার উমার ইউনিয়নর অনত্মর্গত অমরপুর মাঠে বিএস এম আর এইউ কর্ণেল বিশ্ববিদ্যালয় এফ এফ পি ডলোচুন প্রকল্পের আওতায় সরিষা ফসলে ডলোচুন প্রয়োগের প্রভাব শীর্ষক মাঠ দিবস নওগাঁ জেলা কৃষি অধিদপ্তরের পিপিএস আবুল হোসেন চৌধুরীর সভাপতি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মোঃ দেলদার হোসেন। অন্যান্যের বৈজ্ঞানিক সহকারী (গম গবেষা কেন্দ্র নশিপুর দিনাজপুর) এস এম নিয়ন, উপজেলা কৃষি কর্মকর্তা মোখলেছুর রহমান, সহকারী কৃষি কর্মকর্তা আব্দুর রাজ্জাত রফিকুল ইসলাম (রফিক) ইউপি চেয়ারম্যান হেলাল হোসেন প্রমুখ। অনুষ্ঠানে প্রায় ২ শতাধিক কৃষক উপসি’ত ছিলেন।

আরও পড়ুন...

খাদ্যশস্য ধারণক্ষমতা ৩৫ লাখ মেট্রিকটনে উন্নীত করা হবে: নওগাঁয় খাদ্যমন্ত্রী

এনবিএন ডেক্সঃ  খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, দেশের খাদ্যগুদামে খাদ্যশস্য ধারণ ক্ষমতা ৩৫ লাখ মেট্রিকটনে …