26 Boishakh 1432 বঙ্গাব্দ শনিবার ১০ মে ২০২৫
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / সারাদেশ / নওগাঁর মান্দায় নতুন শহীদ মিনার প্রথম ফুলে প্রথম প্রভাতফেরি

নওগাঁর মান্দায় নতুন শহীদ মিনার প্রথম ফুলে প্রথম প্রভাতফেরি

এনবিএন ডেক্স: মহান ভাষা আন্দোলনের ৬০ বছর পর নওগাঁর মান্দা উপজেলার বিচ্ছিন্ন জনপদ হিসেবে পরিচিত ঠাকুরমান্দার বাজার অঙ্গনে শহীদ মিনার নির্মাণ করে এবারই প্রথম ফুল দেয়া হলো তাতে। স’ানীয় ইউপি চেয়ারম্যান শারিকুল ইসলাম ইউনিয়ন পরিষদের অর্থায়নে সম্প্রতি শহীদ মিনারটি নির্মাণ করেছেন। জনপদের সাধারণ মানুষদের সাথে নিয়ে রাত ১২টা ১মিনিটে ফুল দিয়ে মহান ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন তিনি। নতুন শহীদ মিনারে প্রথমবার ফুল দিতে এলাকার সর্বস-রের নারী-পুরুষ গভীর রাতে সমবেত হয়েছিল নতুন এই শহীদ বেদীমূলে। সেখানে ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ গান গেয়ে প্রথমবারের মতো এখানকার সাধারণ মানুষ মাতৃভাষা ও ভাষা আন্দোলনের প্রকৃত তাৎপর্য ও সুখ চেতনায় অনুভব করলো। সকালের প্রভাতফেরিতেও অংশ নিয়েছে শতশত নারী-পুরুষসহ প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। বিভিন্ন রাজনৈতিক দলের ব্যানারেও মহান শহীদদের প্রতি প্রথমবার শ্রদ্ধা জানানো হয়েছে নতুন এই শহীদ মিনারে।

আরও পড়ুন...

অবশষেে স্থায়ী সংস্কার হচ্ছে নওগাঁর রাণীনগররে গলার কাঁটা মালঞ্চ-িনান্দাইবাড়-িকৃষ্ণপুর ঝুঁকিপুন বড়েবিাঁধ

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগর ও আত্রাই উপজেলাবাসীর গলার কাঁটা মালঞ্চি-নান্দাইবাড়ি-কৃষ্ণপুর ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধটি। গোনা ইউনিয়ন পরিষদের …