19 Agrohayon 1431 বঙ্গাব্দ মঙ্গলবার ৩ ডিসেম্বর ২০২৪
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / সর্বশেষ / কালীগঞ্জে কোচিং সেন্টারের নামে বাণিজ্য দেখার কেউ নেই।

কালীগঞ্জে কোচিং সেন্টারের নামে বাণিজ্য দেখার কেউ নেই।

মঞ্জুরুল ইসলাম-মঞ্জু , লালমনিরহাট থেকেঃ
লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলায় প্রাইভেট ও কোচিং সেন্টারের নামে শিক্ষা বাণিজ্য অব্যাহত ভাবে চলায় শিক্ষার্থী এবং তাদের পরিবারের সদস্যরা চরম বেকায়দায় পড়েছেন। উপজেলার বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষকরা নানা ডিগ্রী উল্লেখ করে সাইবোর্ড টাঙ্গিয়ে শিক্ষা বাণিজ্য করলেও সংশ্লিষ্ট বিভারের উদ্ধর্তন কর্মকর্তারা নিরব রয়েছেন। নতুন শিক্ষা বর্ষ শুরুর পর পরেই শিক্ষার্থীদের আকৃষ্ট করতে বিভিন্ন ধরনের চমকপ্রদ লিফলেট বিতারণ এবং পোষ্টার শোভা পাচ্ছে উপজেলার বিভিন্ন দেয়ালে দেয়ালে। প্রাইভেট ও কোচিং সেন্টারের উদ্যোক্তাদের প্রচার করা লিফলেট ও পোষ্টার দেখে সহজে আকৃষ্ট হচ্ছে শিক্ষার্থীরা। পরিক্ষার ফলাফল ভালো পাওয়ার আশায় বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা ঐ সব প্রাইভেট ও কোচিং সেন্টারে ঝুঁকে পড়ছে। ফলে উপজেলার ভাল ভাল স্কুল-কলেজের শিক্ষার্থীদের উপসি’তি আশঙ্কা জনক ভাবে হ্রাস পাচ্ছে । উপজেলা সদরের বিভিন্ন স’ানে অর্ধশতাধিক স’ানে প্রাইভেটের নামে কোচিং সেন্টার রয়েছে। এবং কিছু কিছু স্কুলে বিষেশ ক্লাসের নামে কোচিং সেন্টার চলছে। ঐসব প্রাইভেট ও বিষেশ ক্লাস এবং কোচিং সেন্টারে পড়-য়া ছাত্র/ছাত্রীরা জানায়,তাদের বিদ্যালয়ের শিক্ষকরা শ্রেণী কক্ষে যে ভাবে পাঠদান করান তার চেয়েও অনেক বেশী মনোযোগী এবং সময় নিয়ে গুরুত্বপূর্ণ বিষয় গণিত,ইংরেজী,পদার্থ,রসায়ন ও হিসাব বিজ্ঞানের মত বিষয় পড়ান। এতে বাধ্য হয়ে ঐসব বিষয়ে পৃথক পৃথক মাসিক ফি দিয়ে প্রাইভেট পড়তে হয়। শুধু প্রাইভেট না পড়ার কারণে অনেক ছাত্র ছাত্রীকে স্কুলের পরীক্ষায় নম্বর কম দেওয়া হয়। এরকম একাধিক নজির রয়েছে বলে ভুক্তভোগী ছাত্র/ছাত্রীরা জানায়। শিক্ষকরা কোচিং সেন্টার ও প্রাইভেট এবং বিষেশ ক্লাসে প্রতিটি বিষয়ের উপর মাসে তিন থেকে পাঁচশত টাকা নিয়ে থাকেন। এতে উপজেলার বেশীর ভাগ গরীব ও দরিদ্র পরিবারের অভিভাবক খরচ যোগানোর অভাবে ছেলে মেয়েদের কোচিং সেন্টার ও প্রাইভেট পড়াতে পাড়ছেন না। ফলে মেধাবী হওয়ার পরও তাদের ছেলে মেয়েরা শুধু বিদ্যালয়ে পড়ার কারণে ভাল ফল করতে পারছে না। এত নিম্নবিত্ত পরিবারের উদ্যোগ ও উৎকন্ঠা বেড়ে চলেছে। তাছাড়াও উপজেলার প্রধান প্রধান স্কুল গুলোতে নবম শ্রেণীতে রেজিস্ট্রেশন করার পরেও পরীক্ষায় ফেল করার কারণে শতাধিক ছাত্র/ছাত্রীকে নবম শ্রেণীতে থাকতে হচ্ছে। ফেল করা ছাত্র/ছাত্রীদের মধ্যে এ প্রতিনিধিকে জানান যে,তাদের প্রাইভেট না পড়ার কারণে পরীক্ষার প্রশ্ন পত্র কমন পড়ে নাই।

আরও পড়ুন...

মোহাম্মদ আবদুল করিম পলাশ এর জানাজা ও দাফন সম্পন্ন

আরটিভি’র সংবাদ প্রযোজক মুহম্মদ আবদুল কাইয়ূম পাভেল এর বড় ভাই মোহাম্মদ আবদুল করিম পলাশ আর …