17 Ashar 1432 বঙ্গাব্দ মঙ্গলবার ১ জুলাই ২০২৫
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / সারাদেশ / নওগাঁর আত্রাইয়ে মধ্য বোয়ালিয়া ব্রিজ নির্মাণ না হওয়ায় এলাকাবাসীর দুর্ভোগ

নওগাঁর আত্রাইয়ে মধ্য বোয়ালিয়া ব্রিজ নির্মাণ না হওয়ায় এলাকাবাসীর দুর্ভোগ

এনবিএন ডেক্সঃ নওগাঁ জেলার আত্রাই উপজেলার বোয়ালিয়া ব্রিজটির নির্মাণ কাজ শুরু লগ্নে বুকভরা আসা ছিল এলাকাবাসীর এবার তাদের দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব হবে। যোগাযোগ ব্যবস’ার এক নতুন দিগন- উন্মোচিত হবে। তাদের আর দু’ কিলোমিটারের রাস-া ৫ কিলোমিটার ঘুরতে হবে না। তাদের উৎপাদিত পণ্যের নায্যমূল্য তারা পাবে। কিন্তু না তা আর হলো না। যে হতাশা সে হতাশায় থেকে গেল এলাকাবাসীর। ব্রিজটি অর্ধেক পরিমাণ নির্মাণ করে স’গিত হয়ে গেছে প্রয়োজনীয় অর্থের অভাবে। আত্রাই উপজেলার মধ্য বোয়ালিয়া ও জয়সাড়া গ্রাম। মাঝদিয়ে প্রবাহিত হয়েছে আত্রাই মরা নদী। এক সময়ের ঐতিহ্যবাহী নদী থাকলেও কালের বিপর্তনে এখন এ নদীর আর সে ঐতিহ্য নেই। বর্তমানে এ নদীটি একটি খালে পরিনত হয়েছে। এ নদীর উপর একটি ব্রিজের দাবি এলাকাবাসীর দীর্ঘ দিনের। এখানে একটি ব্রিজের অভাবে মধ্য বোয়ালিয়াসহ পার্শ্ববর্তী প্রায় ৪ গ্রামের হাজার হাজার মানুষ যুগ যুগ থেকে যোগাযোগ ব্যবস’ার দিক দিয়ে চরম দুর্ভোগের শিকার হয়ে আসছে। মধ্য বোয়ালিয়া গ্রামের মাসুদুর রহমান বলেন, যোগাযোগ ব্যবস্থা না থাকার কারণে আমরা এলাকার লোকজন উৎপাদিত কৃষিপণ্যের ন্যায্য মূল্য পাই না এবং স্বাস’্যসেবা থেকেও বঞ্চিত হই। ব্রিজটি পূর্ণঙ্গভাবে নির্মিত হলে আমাদের যোগাযোগ ব্যবস’ার দূর্ভোগ লাঘব হবে এবং উপজেলা সদরের সাথে যোগাযোগের ক্ষেত্রে প্রায় ৩ কিলোমিটার রাস্তা কমে আসবে। একাই গ্রামের সুজন আলী বলেন, এখানে একটি ব্রিজ না থাকার কারণে এখানকার লোকজন তাদের উৎপাদিত কৃষি পণ্য বাজারে নিতে পারে না বিধায় পানির দামে সেগুলো বিক্রি করতে হয়। এখানে একটি ব্রিজ নির্মাণ আমাদের দীর্ঘদিনের হয়। এখানে একটি ব্রিজ নির্মাণ আমাদের দীর্ঘদিনের দাবি। এ ব্যাপারে আত্রাই উপজেলা প্রকৌশলীর দফতর সূত্রে জানা যায়, গত ২০১০-১১ অর্থ বছরে এডিপি প্রকল্প থেকে মধ্য বোয়ালিয়া ব্রিজ নির্মাণের জন্য সাড়ে ১৩ লাখ টাকা বরাদ্দ দেয়া হয়। সরকারি বিধান অনুযায়ী নির্দিষ্ট ঠিকাদারের মাধ্যমে এ ব্রিজ নির্মাণের কাজ শুরু করা হয়। পরবর্তীতে আর কোনো অর্থ বরাদ্দ না দেয়ায় কাজটি স’গিত হয়েছে। তবে চলতি অর্থ বছরে আবারো এডিপি প্রকল্প থেকে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ দিয়ে কাজটি সমাপ্ত করার সিদ্ধান- হয়েছে।

আরও পড়ুন...

নওগাঁয় ৫জনের ৪ বছরের কারাদন্ড

নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর সাপাহার উপজেলায় জমিসংক্রান্ত বিরোধের জেরে মারামারি মামলায় ৫জনকে ৪ বছরের কারাদন্ড দিয়েছেন …