22 Chaitro 1431 বঙ্গাব্দ শনিবার ৫ এপ্রিল ২০২৫
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / ক্রাইম নিউজ / আজমিরীগঞ্জে জাপা নেতা কর্তৃক জেলেদের টাকা আত্মসাতের অভিযোগ ॥ সংঘর্ষের আশংকা

আজমিরীগঞ্জে জাপা নেতা কর্তৃক জেলেদের টাকা আত্মসাতের অভিযোগ ॥ সংঘর্ষের আশংকা

আজমিরীগঞ্জ(হবিগঞ্জ) প্রতিনিধি:
আজমিরীঞ্জের প্রবাহমান ভেড়ামোহনা নদী নিয়ে আবারও উত্তেজনা বিরাজ করছে। কাকাইলছেও ইউনিয়নের জেলেদের ৯০ হাজার টাকা জাপা নেতা কাপ্তান সারোয়ার কর্তৃক আত্মাসাতর অভিযোগ উঠেছে। জানা যায়, আজমিরীগঞ্জের পাশ্ববর্তী উপজেলা ইটনা উপজেলার জয়সিদ্ধি ইউপির ডুইয়ার পাড় গ্রামের নূর মিয়ার ইটনা মৎস্য অফিস থেকে অবৈধ লিজ আনেন। এখবর কাকাইলছেও ইউনিয়ন জেলেদের নিকট পৌছলে উত্তেজিত হয়ে উঠে। পরে আজমিরীগঞ্জ উপজেলা জাতীয় পার্টী নেতা কাপ্তান সারোয়ার নিকট আসে জেলেরা। এবং তিনি তাদের মামলা করার পরামর্শ দেয়। আরও বলেন মামলা না করতে পারলে আমাকে ৯০ হাজার টাকা দিলে আমি সিলেট থেকে জেলেদের পক্ষে একটি কাগজ এনে দিব। জেলেরা তার কথামত ৯০ হাজার টাকা কাপ্তান সারোয়াকে দেয় ওই কাগজ এনে দেয়ার জন্য। জেলেরা কাপ্তান সারোয়ারের কাছে কাগজ চাইলে দিতে গড়িমশি করেন। দীর্ঘ ৩মাস অতিক্রম হওয়ার পর কাপ্তান সারোয়ার জেলেদের একটি ভূয়া কাগজ দেয়। যা জেলেদের একজন হাতে নিয়ে বুঝতে পারে এটি একটি ভূয়া কাগজ। একটি সূত্র জানায়,কাপ্তান সারোয়ার ইটনার নূর মিয়ার সাথে গোপনে সমঝোতা করেন। এদিকে অসহায় জেলেরা অনেক কষ্ট করে ৯০ হাজার টাকা কাপ্তান সারোয়ারকে দিয়ে দূর্বিসহ জীবন যাপন করছে। যার ফলে যে কোন সময় রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটতে পারে। জেলেদের মধ্যে নাম প্রকাশে অনিচ্ছুক একজন বলেন,৯০ হাজার টাকা কাকাইলছেও ইউপি চেয়ারম্যান আলহাজ্ব নূরুল হক্ব ভূইয়ার সামনে কাপ্তান সারোয়ারকে দেয়ার হয়েছে।

আরও পড়ুন...

নওগাঁয় তরুণকে অপহরণ চেষ্টা, আটক ২

নওগাঁ প্রতিনিধি : নওগাঁর মান্দায় এক তরুণকে অপহরণ করে নিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজন দুই …