কুড়িগ্রাম প্রতিনিধিঃ
গতকাল রবিবার কুড়িগ্রামে ন্যাশনাল সার্ভিসের ১ম ব্যাচের ১০ হাজার কর্মরত শিক্ষিত বেকার যুবক-যুবতিরা ১০ বছর চাকুরীর মেয়াদ বাড়ার দাবীতে মানববন্ধন করে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি কুড়িগ্রাম জেলা প্রশাসককে প্রদান করেছেন। স্মারকলিপির ভাষ্য অনুযায়ী তাদের ২ বছরের মেয়াদের চাকুরী আগামী ১৫ই জুলাই শেষ হচ্ছে। মেয়াদ পাড় হলে তারা আবার বেকার জীবনে ফিরে যাবে এ আশংকায় ন্যাশনাল সার্ভিসের মেয়াদ ‘বৃদ্ধি’ বাস-বায়ন করণ কমিটি’র আহবায়ক নবারুন চক্রবর্তী মুনের নেতৃত্বে কুড়িগ্রাম শহীদ মিনারে মানববন্ধন করেন। এবং দুপুর ১২টায় জেলা প্রশাসককে স্মারকলিপি প্রদান করেন।
উল্লেখ্য, মহাজোট সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী প্রতি ঘরে ঘরে চাকুরী দেয়ার কার্যক্রম ন্যাশনাল সার্ভিসের মাধ্যমে দেশে ১ম কুড়িগ্রাম ও গোপালগঞ্জে শুরু হয়। এ কর্মসূচীর অধীন কুড়িগ্রাম জেলার ৯টি উপজেলায় প্রায় ৩০ হাজার বেকার শিক্ষিত যুবক-যুবতি বিভিন্ন সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠানে ৬ হাজার টাকা মাসিক বেতনে চাকুরী করছেন।
Home / সারাদেশ / কুড়িগ্রামে ন্যাশনাল সার্ভিসের চাকুরীর মেয়াদ বাড়ার দাবীতে মানববন্ধন ও স্মারকলিপির প্রদান
আরও পড়ুন...
নওগাঁয় ৫জনের ৪ বছরের কারাদন্ড
নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর সাপাহার উপজেলায় জমিসংক্রান্ত বিরোধের জেরে মারামারি মামলায় ৫জনকে ৪ বছরের কারাদন্ড দিয়েছেন …