24 Bhadro 1432 বঙ্গাব্দ মঙ্গলবার ৯ সেপ্টেম্বর ২০২৫
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / সারাদেশ / আগামী বর্ষা মৌসুমের আগেই দেশের সকল ক্ষতিগ্রস’ সড়কগুলো সংস্কার করা হবে

আগামী বর্ষা মৌসুমের আগেই দেশের সকল ক্ষতিগ্রস’ সড়কগুলো সংস্কার করা হবে

সিরাজগঞ্জ প্রতিনিধিঃ যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, শুস্ক মৌসুমকে সামনে রেখে আগামী বর্ষা মৌসুমের আগেই দেশের সকল ক্ষতিগ্রস’ সড়ক, মহাসড়ক ও সেতুগুলো সংস্কার করে যানবাহন চলাচলের জন্য উপযোগী করা হবে। তিনি আরো বলেন, বর্ষার ক্ষয়ক্ষতি এড়ানোর জন্য ইতিমধ্যেই অগ্রাধিকার ভিক্তিতে প্রকল্প গ্রহন করা হয়েছে। তিনি রবিবার সকালে সিরাজগঞ্জ সাকির্টহাউজ মিলনায়তনে এক মতবিনিময় সভায় সাংবাদিক সভায় এ কথা বলেন। মন্ত্রী আরো বলেন, সড়ক দূর্ঘটনারোধে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাড় থেকে হাটিকুমরুলগোলচত্তর পর্যন- দীর্ঘ ১৯ কিলোমিটার মহাসড়কে এনএস পাইপ ডিভাইডার এবং দুটি ফুট ওভারব্রীজ নির্মান করার কাজ দ্রুত শুরু করা হবে। এসময় অন্যান্যদের মধ্যে আরো উপসি’ত ছিলেন উল্লাপাড়ার আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শফি, কাজিপুর- ১ আসনের সংসদ সদস্য প্রকৌশলী তানভীর শাকিল জয়, জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম, জেলা আওযামীলীগের সাধারন সম্পাদক এ্যাডভোকেট হোসেন আলী হাসান, জন্নাত আরা তালূকদার হেনরী সহ অন্যান্যরা।

আরও পড়ুন...

নওগাঁয় সপ্তাহব্যাপী বৃক্ষ মেলার উদ্বোধন

নওগাঁ প্রতিনিধিঃ ‘পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি’ এই প্রতিপাদ্য নিয়ে নওগাঁয় ৭দিন ব্যাপী বৃক্ষ …