21 Chaitro 1431 বঙ্গাব্দ শনিবার ৫ এপ্রিল ২০২৫
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / স্বাস্থ্য / নওগাঁর মান্দায় ফ্রি মেডিক্যাল ক্যাম্প

নওগাঁর মান্দায় ফ্রি মেডিক্যাল ক্যাম্প

এনবিএন ডেক্স: গত শনিবার দিনব্যাপী নওগাঁর মান্দা উপজেলা কমিউনিষ্ট পাটি অফিসে ঢাকা থেকে আগত প্রায় ১ডজন ডাক্তার দ্বারা বিভিন্ন রোগের সেবা দেওয়া হয়। ডক্টর ফর হেলথ্‌ এ্যান্ড ইনভাইরনমেন্ট এর উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্পের উদ্বোধন করেন বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজ সেবক এম এ রকিব। অধ্যাপক ডা: এস এম ফজলুর রহমানের আয়োজনে বাংলাদেশ কমিউনিষ্ট পাটি মান্দা শাখার সহযোগীতাই সকাল থেকেই বিভিন্ন রোগের চিকিৎসা দেয়া হয়। চিকিৎসা প্রদান কারি ডাক্তারেরা হলেন বঙ্গবন্ধু মেডিক্যাল কলেজের কার্ডিও ও জেনারেল সার্জারী বিভাগের সহযোগী অধ্যাপক ডা: রেজাউনুল হক, বড়্গ ব্যাধি ও হৃদ রোগ বিশষজ্ঞ ডা: দীপল অধিকারী, চড়্গু বিশষজ্ঞ ডা: আব্দুল খালেক, পিজি হাসপাতালের নাক, কান ও গলা বিশেষজ্ঞ সহযোগী অধ্যাপক ডা: দেলোয়ার হোসেন, স্ত্রী রোগ বিশেষজ্ঞ ডা: রওনক জাহান, রাজশাহী মেডিক্যাল কলেজের শিশু রোগ বিশেষজ্ঞ সহকারি অধ্যাপক ডা: খলিলুর রহমান, ঢাকা ডেন্টাল কলেজ হাসপাতালের দনত্ম ও মুখ গহবর বিশেষজ্ঞ সহযোগী অধ্যাপক ডা: মোসত্মাক হাসান সাত্তার, ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের আউট ডোর বিভাগের চর্ম ও যৌন বিভাগের মেডিক্যাল অফিসার ডা: সোহেল এবং অধ্যাপক ডা: এস এম ফজলুর রহমান। প্রায় সহস্রাধিক রোগীরা সেখানে সেবা নিয়েছেন বলে জানা গেছে।

আরও পড়ুন...

নওগাঁয় করোনা ভাইরাসে আরও ১ জনের মৃত্যু ঃ সর্বমোট মৃত্যু ২২ জনঃ নতুন আক্রান্ত ১০ জন ঃ সর্বমোট আক্রান্ত ১৩৭৪

এন বিএন ডেক্সঃ নওগাঁ জেলায় নতুন করে ১০ ব্যক্তির শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। আরও …