এনবিএন ডেক্সঃ নওগাঁ জেলার পত্নীতলা উপজেলা সদরের নজিপুর-রাঙ্গামাটি সড়ক ও আত্রাই নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধ দিয়ে সার্বক্ষণিক বেপরোয়াভাবে বালি বোঝাই ট্রাক্টর চলাচলে অতিষ্ঠ হয়ে উঠেছেন এলাকাবাসী। এতে এলাকাবাসী বাঁধটির ক্ষতির আশঙ্কা করেছেন। এলাকাবাসী অভিযোগ করেন, নজিপুর চকনিরখিন ছালিগ্রাম পর্যন- প্রায় ৬ কিলোমিটার দীর্ঘ ১০ ফিট চওড়া বাঁধ ও সড়কটিতে সব সময় বালি বোঝাই ট্রাক্টর চলাচল করে। বালি বোঝাই ট্রাক্টর বেপরোয়াভাবে চলাচলের কারণে মোটরসাইকেলে লোকজনের চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। তাছাড়া এ বাঁধ ও সড়কটি দিয়ে পথচারী এবং ৩টি স্কুলের শিক্ষার্থীদের চলাচলও ঝুঁকির মধ্যে রয়েছে। সড়কটির পাশে চকনিরখিন মিশন প্রাথমিক স্কুল ও উচ্চ বিদ্যালয় এবং কাশিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় আছে। প্রতিনিয়ত প্রায় ৬০০ শিক্ষার্থী এ সড়ক দিয়ে স্কুলে যাতায়াত করে। মিশন প্রাথমিক স্কুলের প্রধান শিক্ষক রমেশ হাজদা জানান, তার স্কুলের শিক্ষার্থীদের নিয়ে প্রতিদিন তাদের উৎকন্ঠার মধ্যে থাকতে হয়।
Home / সর্বশেষ / নওগাঁর পত্নীতলায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ও সড়কে বালি বোঝাই ট্রাক্টর চলাচলে জন দুর্ভোগ চরমে ..
আরও পড়ুন...
মোহাম্মদ আবদুল করিম পলাশ এর জানাজা ও দাফন সম্পন্ন
আরটিভি’র সংবাদ প্রযোজক মুহম্মদ আবদুল কাইয়ূম পাভেল এর বড় ভাই মোহাম্মদ আবদুল করিম পলাশ আর …