27 Boishakh 1432 বঙ্গাব্দ শনিবার ১০ মে ২০২৫
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / সারাদেশ / ২১’র দুটি কথা

২১’র দুটি কথা

একুশ মানে মাথা নত না করা
একুশ মানে স্বাধীনতার বীজ বুনা
একুশ মানে পরাধীনতার শৃঙ্খল থেকে
এ জাতির মুক্তি পাওয়া।

আমার ভাইয়ের রক্তে রাঙ্গানো
একুশে ফেব্রুয়ারী,
সালাম, রফিক, বরকত, জব্বার
তোমাদের কি ভুলিতে পারি।

কাজী গোলাম মাহবুব
গাজীউল হক আর নেই
আছে তাদের স্মৃতি
ভাষা সৈনিক অলি আহাদ
ভাষা সৈনিক আবদুল মতিন
তোমাদের প্রতি
আমাদের শ্রদ্ধা আর প্রীতি।

আরও পড়ুন...

অবশষেে স্থায়ী সংস্কার হচ্ছে নওগাঁর রাণীনগররে গলার কাঁটা মালঞ্চ-িনান্দাইবাড়-িকৃষ্ণপুর ঝুঁকিপুন বড়েবিাঁধ

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগর ও আত্রাই উপজেলাবাসীর গলার কাঁটা মালঞ্চি-নান্দাইবাড়ি-কৃষ্ণপুর ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধটি। গোনা ইউনিয়ন পরিষদের …