এনবিএন ডেক্সঃ হিংসা বিদ্বেষ ভূলে গিয়ে মান্দার উন্নয়নের জন্য দলমত নির্বিশেষে সকলকে এগিয়ে আসতে হবে। হিংসা বিদ্বেষের কারণে আজ মান্দার কোন উন্নয়ন হচ্ছে না। গত বুধবার মান্দা উপজেলার কশব ইউনিয়নের কুড়িয়াপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে জনসভায় কথা গুলো বললেন, উপজেলা চেয়ারম্যান ডাঃ ইকরামুল বারী টিপু। পূর্ব মান্দার জনগণ কর্তৃক আয়োজিত ঐ জনসভায় সভাপতিত্ব করেন, ১৩ নং কশব ইউনিয়নের চেয়ারম্যান জনাব খয়বর আলী (খয়ের)। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, অন্যতম নেতা ফরহাদ হোসেন চকদার, প্রসাদপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বেলাল হোসেন খাঁন, মান্দা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মহসিন রেজা, পরানপুর ইউপি চেয়ারম্যান ফারুক হোসেন মোল্লা, রইচ উদ্দীন ডাঃ, এ্যাডঃ শাহরিয়ার হোসেন শিমু, বাদল ঘাটা বিএম কলেজের অধ্যক্ষ ওবায়দুল হক, সাবেক ছাত্র নেতা আব্দুর রাজ্জাক (দুদু), আবু বকর সিদ্দিক, ছাত্রনেতা তৌহিদুল ইসলাম, মহিলা নেত্রী শিমুসহ প্রমুখ।
Home / সারাদেশ / হিংসা বিদ্বেষ ভূলে সকলকে মান্দার উন্নয়নের জন্য এগিয়ে আসতে হবে …………………উপজেলা চেয়ারম্যান টিপু
আরও পড়ুন...
অবশষেে স্থায়ী সংস্কার হচ্ছে নওগাঁর রাণীনগররে গলার কাঁটা মালঞ্চ-িনান্দাইবাড়-িকৃষ্ণপুর ঝুঁকিপুন বড়েবিাঁধ
নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগর ও আত্রাই উপজেলাবাসীর গলার কাঁটা মালঞ্চি-নান্দাইবাড়ি-কৃষ্ণপুর ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধটি। গোনা ইউনিয়ন পরিষদের …