8 Kartrik 1431 বঙ্গাব্দ বুধবার ২৩ অক্টোবর ২০২৪
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / সারাদেশ / নওগাঁর মান্দায় দাখিল পরীক্ষায় ইংরেজিতে ৩জন বহিষ্কার॥

নওগাঁর মান্দায় দাখিল পরীক্ষায় ইংরেজিতে ৩জন বহিষ্কার॥

এনবিএন ডেক্সঃ নওগাঁর মান্দায় চলতি দাখিল পরীক্ষার ৭ম দিনে গতকাল বৃহস্পতিবার পরীক্ষায় বাহিরে শান্ত পরিবেশ থাকলেও বিভিন্ন কেন্দ্রের ভিতরে চলছে ফ্রি ষ্টাইলে নকলের মহড়া।বিভিন্ন পরীক্ষা রুমে শিক্ষকদের ও বহিরা গত শিক্ষকদের তাদের নিজেদের পুত্র-কন্যা,ভাই-বোন,ভাতিজা-ভাতিজি,ভ্যাগ্নে-ভ্যাগ্নি সহ বিভিন্ন আত্নীয় সম্পকের্র পরীক্ষার্থী-পরীকার্থীনিদের সহায়তা করতে দেখা যায়। চলতি দাখিল পরীক্ষায় ইংরেজী বিষয়ের পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে ৩জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। বহিষকৃত পরীক্ষার্থীদের মধ্যে উপজেলার মান্দা রেবা আখতার আলীম মাদ্‌রাসার ১ জন ছাত্র। বহিষকৃত হল শরিফুল ইসলাম, রোলঃ ১৭২৫৪৪ রেজিঃ নং ৮৯৪৩৩১, সে জনৈক আজহারুল ইসলামের পুত্র । জাফরাবাদ আদর্শ দাখিল মাদ্‌রাসার ছাত্র জয়নাল আবেদীন,রোলঃ ১৭২৬১৭,রেজিঃ নং ৮৯৪১৯০পিতা মোঃ আফজাল হোসেন। অপর একজন পরীক্ষার্থী উপজেলার নহলা কালু পাড়ার দাখিল মাদ্‌রাসার ছাত্রী খাতিজা খাতুন,রোলঃ ১৭২৫১৯,রেজিঃ নং ৮৯৪৩৭৪,পিতা মোঃ আবদুল খালেক। । উপজেলা নির্বাহী অফিস সূত্রে জানা যায়, চলতি এসএসসি পরীক্ষায় ৫টি কেন্দ্রে ইসলাম শিক্ষা/হিন্দু ধর্ম বিষয়ে মোট পরীক্ষার্থী ছিল ২৪৭২জন অনুপসি’ত ৪ জন। এসএসসি ভোকেশনাল মোট পরীক্ষার্থী ১৯৬জন, অনুপসি’ত ৪জন। দাখিল ইংরেজি বিষয়ে মো্‌ট পরীক্ষার্থী ৮৯৯ জন, অনুপসি’ত নেই। দাখিল ভোকেশনাল ৪০জন, অনুপসি’ত ৪ জন। এসএসসি এস্‌ এসসি ভোকেশনাল,দাখিল ও দাখিল ভোকেশনাল পরীক্ষায় বিভিন্ন কেন্দ্রে শিক্ষক ও বহিরাগত শিক্ষকদের সরাসরি তাদের নিজেদের পরীক্ষার্থী- পরীক্ষার্থীনিদের অবৈধভাবে সহায়তা করতে দেখা গেলেও কেন্দ্র সভাপতি উপজেলা নির্বাহী অফিসার, সহকারী কমিশনার ভূমি ও এ্যাক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট কেন্দ্র সচিব,হল সুপার সহ বিভিন্ন ভাবে দায়িত্ব নিয়োজিতরা এসব জেনেও অদ্যবধি কোন ব্যবস’া না নেওয়ায় সচেতন অভিভাবক ও মেধাবী শিক্ষার্থীদের মধ্যে চরম হতাশা বিরাজ করছে। এই বিষয়ে সংশ্লিষ্ট উবধতন কর্তৃপক্ষের আশু হস-ক্ষেপ কামনা করেছেন।

আরও পড়ুন...

নওগাঁর মান্দায় মসজিদের জমি জবর দখলের অভিযোগ

এনবিএন ডেক্সঃ নওগাঁর মান্দায় কাঞ্চন আলোক দিয়ার জামে মসজিদের জমি জবর দখল করে ঘর নির্মাণের …