27 Boishakh 1432 বঙ্গাব্দ শনিবার ১০ মে ২০২৫
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / সারাদেশ / নওগাঁর মান্দায় ইমাম কমিটির উদ্যোগে সিরাত মাহফিল অনুষ্টিত

নওগাঁর মান্দায় ইমাম কমিটির উদ্যোগে সিরাত মাহফিল অনুষ্টিত

এনবিএন ডেক্সঃ গত বুধবার বাদ মাগরিব নওগাঁ জেলা ইমাম কমিটির উদ্যোগে মান্দা উপজেলার দেলুয়াবাড়ী কেন্দ্রীয় জামে মসজিদে সিরাতুন নবী ( সাঃ) উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।মান্দা ইমাম কমিটির সহ সভাপতি মোঃ আমজাদ হোসেন এর সভাপতিত্বে বক্তব্য রাখেন নওগাঁ ইসলামীয়া ফাজিল মাদরাসার উপাধ্যক্ষ মাওঃ মোঃ রমজান আলী এবং বেলঘরিয়া হাট ফাজিল মাদ্‌রাসার আরবী প্রভাষক ও কুশুম্বা শাহী মসজিদের ইমাম আলহাজ মোস-ফা আল আমিন।বক্তারা বলেন- ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষকে নবীর আদর্শ গ্রহণ করে কোরআনের পথ অনুসরণ করলে ইহকালে শানি- এবং পরকালে জাহান্নাম থেকে নাযাত পাওয়া যাবে। রাসুলের আদর্শ আমাদের জীবনের সকল ক্ষেত্রে বাস-বায়ন ছাড়া দেশে শানি- আসতে পারে না।

আরও পড়ুন...

অবশষেে স্থায়ী সংস্কার হচ্ছে নওগাঁর রাণীনগররে গলার কাঁটা মালঞ্চ-িনান্দাইবাড়-িকৃষ্ণপুর ঝুঁকিপুন বড়েবিাঁধ

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগর ও আত্রাই উপজেলাবাসীর গলার কাঁটা মালঞ্চি-নান্দাইবাড়ি-কৃষ্ণপুর ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধটি। গোনা ইউনিয়ন পরিষদের …