1 Joishtho 1431 বঙ্গাব্দ বৃহস্পতিবার ১৬ মে ২০২৪
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / কৃষি সংবাদ / সিরাজগঞ্জের সলঙ্গায় নকল কীটনাশক এর কারখানার সন্ধান, ১৫৪ প্যাকেট নকল সার জব্দ

সিরাজগঞ্জের সলঙ্গায় নকল কীটনাশক এর কারখানার সন্ধান, ১৫৪ প্যাকেট নকল সার জব্দ

সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলঙ্গা থানার রামকৃষ্ণপুর ইউনিয়নের শলী বনানী বাজারে নকল কীটনাশক তৈরির কারখানার সন্ধান পাওয়া গেছে। পুলিশ উক্ত কারখানা থেকে নকল প্যাকেট কীটনাশক বিষ সহ প্যাকেট জাত করার মেশিন ও সিল উদ্ধার করেছে। থানা পুলিশ ও এলাকাবাসীদের সূত্র থেকে জানা গেছে, এক বছর পূর্বে পাশ্ববর্তী বাঙ্গালা ইউনিয়নের বানীয়াকৌর গ্রামের শাহজাহান আলীর ছেলে আব্দুল মান্নান নামের এক যুবক বনানী বাজারের ফারুক নামের এক ব্যাক্তির ঘর ভাড়া নেয়। ভাড়া নেয়ার পর থেকে উক্ত ঘরে নকল কীটনাশক বিষ তৈরি করে বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিলো। গত মঙ্গলবার রাত সাড়ে ১২ টার দিকে মোক্তার হোসেন নামের এক মুদি দোকানদার বাজারে গেলে উক্ত ঘর থেকে প্রচন্ড দুগর্ন্ধ বের হচ্ছে বিষয়টি দেখার জন্য ঘরের ভিতরের লোকজনকে ডাক দেয়। এ সময় ভিতরে থাকা মান্নান ও সাদ্দাম হোসেন নামের দুজন যুবক নকল কীট নাশক প্যাকেট করছিলো। পরে তারা ঘরের দরজা খোলার পর উক্তদুজন দৌড়ে পালিয়ে যায়। পরের দিন সকালে থানা পুলিশ ও কৃষি অফিসকে খবর দিলে তারা এসে ১৫৪ প্যাকেট নকল কীটনাশক বিষ (১০০ প্যাকেট করা এবং ৫০ প্যাকেট খোলা অবস’ায়), একটি সিল ও প্যাকেট করার জন্য একটি মেশিন উদ্ধার করে জব্দ করে। রামকৃষ্ণপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম হিরো জানান, রাতে বিষয়টি জানার পর দুটি ঘর স’ানীয় সকলের উপসি’তে তালাবদ্ধ করার পর আমরা থানা পুলিশ ও উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট ফোন করি। পরের দিন তারা এসে এই নকল কীটনাশকের কারখানার মালামাল উদ্ধার করে। পলাতক দুজন ব্যাক্তি প্রায় একবছর ধরে এই এলাকায় দুটি ঘর ভাড়া নিয়ে পাথর, কাচের গুড়া সহ ইটপাটকেলের গুড়ার সঙ্গে রং ও বিষ মিশিয়ে নকল কীটনাশক ওষুধ তৈরি করে উন্নত মানের প্যাকেটজাত করে বিভিন্ন এলাকায় বাজার জাত করে আসছিলো। স’ানীয় এক কৃষক এবার এদের তৈরি করা পাচ প্যাকেট ওষুধ তার জমিতে প্রয়োগও করেছে। এ বিষয়ে ঘটনাস’লে উপসি’ত উল্লাপাড়া থানার উপ-পরিদর্শক (এস আই) মফিজুল ইসলাম জানান, এগুলো সব নকল বলে প্রাথমিক ভাবে নিশ্চিত হওয়া গেছে। প্যাকেটের গায়ে উদয়ন এ্যগ্রো এ্যান্ড কেমিক্যাল ইন্ড্রাস্ট্রিজ ঢাকা বাংলাদেশ লেখা রয়েছে। এসকল নকল কীট নাশক বিষ জব্দ করে থানা হেফাজতে রাখা হয়েছে। বৃহষ্পতিবার আর একটি ঘর তল্লাশী করে সেখানকার মালামালগুলো উদ্ধার করার পর জব্দ করা হবে। এ বিষয়ে উল্লাপাড়া উপজেলার কৃষিসমপ্রসারন কর্মকর্তা মোঃ আব্দুল মজিদ জানান, প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে এগুলো নকল দানাদার কীটনাশক ওষুধ। পাথরের কুচি, কচের গুড়া ইত্যাদী জাতীয় দ্রব্যর সঙ্গে রং ও বিষ মিশিয়ে এই নকল কীটনাশাক তৈরি করা হয়েছে। এগুলো পরীক্ষার পর বিস-ারিত জানানো যাবে। সিরাজগঞ্জ থেকে কৃষি সমপ্রসারন বিভাগের উর্ধতন কর্মকর্তাগন পরিদর্শন করেছেন। তাদের মতামতের ভিত্তিতে আইনগত ব্যবস’া নেয়া হবে।

আরও পড়ুন...

খাদ্যশস্য ধারণক্ষমতা ৩৫ লাখ মেট্রিকটনে উন্নীত করা হবে: নওগাঁয় খাদ্যমন্ত্রী

এনবিএন ডেক্সঃ  খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, দেশের খাদ্যগুদামে খাদ্যশস্য ধারণ ক্ষমতা ৩৫ লাখ মেট্রিকটনে …