8 Kartrik 1431 বঙ্গাব্দ বুধবার ২৩ অক্টোবর ২০২৪
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / খেলাধূলা / নতুন প্রজন্মকে দক্ষ ক্রিকেটার হিসেবে গড়ে তোলার লক্ষে বগুড়া ইয়ং টাইগার্স ক্রিকেট একাডেমি কাজ করছে

নতুন প্রজন্মকে দক্ষ ক্রিকেটার হিসেবে গড়ে তোলার লক্ষে বগুড়া ইয়ং টাইগার্স ক্রিকেট একাডেমি কাজ করছে

এনবিএন ডেক্স: ক্রিকেট প্রেমিক নতুন প্রজন্মকে প্রশিক্ষনের মাধ্যমে একজন দক্ষ ক্রিকেট খেলোয়ার তৈরি করার লক্ষ্য নিয়ে বগুড়া ইয়ং টাইগার্স ক্রিকেট একাডেমি কাজ করে যাচ্ছে। টেষ্ট মর্যাদা পাওয়ার পর থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড অবকাঠামো ও খেলার মান উন্নয়নের জন্য বিভিন্ন কর্মসূচী গ্রহন করে। এরই ধারাবাহিকতায় বগুড়ায় একটি আন-র্জাতিক মানের ষ্টেডিয়াম তৈরি করে।এছাড়া তৃনমূল পর্যায় থেকে ভাল খেলোয়ার তৈরি করার জন্য দেশের প্রত্যন- অঞ্চল থেকে কোচদের নিয়ে বিসিবি ক্রিকেট অষ্ট্রেলিয়ার তত্ত্বাবধানে ঢাকায় লেভেল টু/ওয়ান এবং ‘এ’ কোচেস কোর্স আয়োজন করে। এই কোর্সে অংশগ্রহন করে উত্তীর্ণ ৩ জন অভিজ্ঞ কোচ এ একাডেমিতে প্রশিক্ষকের দায়িত্ব পালন করছেন। প্রশিক্ষকবৃন্দ হলেন, বিসিবির লেভেল-২ কোচ মোঃ মোসলেম উদ্দিন, বিসিবির লেভেল-১ কোচ খালেদ মাহমুদ রুবেল এবং বিসিবির লেভেল-এ কোচ মোঃ ফিরোজ ইসলাম।এছাড়া একাডেমিটি নিখুতভাবে পরিচালনার জন্য ৩ জন পরিচালক রয়েছেন। এরা হলেন বগুড়া জেলা ক্রীড়া সংস’ার সাবেক সদস্য কে,এম ইদি আমিন, বগুড়া ক্রিকেট আম্পায়ারর্স এন্ড স্কোরার্স এসোসিয়েশনের সাবেক সাধারন সম্পাদক শাহেদুল ইসলাম রবি এবং যুগ্ন সম্পাদক মোঃ সিরাজুর ইসলাম সাজু। অপরদিকে একাডেমিটিকে সঠিক দিক-নির্দেশনা দেবার জন্য ২০ সদস্যের একটি উপদেষ্টা কমিটি রয়েছে। ইয়ং টাইগার্স ক্রিকেট একাডেমির বয়স দেড় বছর হলেও বর্তমানে এখানে ১০৮ জন ক্রিকেটার নিয়মিত ক্রিকেট অনুশিলন করছে। তাদের দুটি ব্যাচে অত্যন- যত্নসহকারে প্রশিক্ষন প্রদান করছেন একাডেমির অভিজ্ঞ ৩ জন কোচ। গত বছর বগুড়া জেলা ক্রিড়া সংস’া আয়োজিত প্রিমিমিয়ার ও প্রথম বিভাগ ক্রিকেট লীগে এই একাডেমির বেশ কয়েকজন খেলোয়ার অংশগ্রহন করেন। এছাড়া ঢাকা ১ম বিভাগ ক্রিকেট লীগে একাডেমির ২ জন খেলোয়ার অংশগ্রহন করছে। বগুড়া জেলা অনূর্ধ-১৪,১৬ এবং ১৮ ক্রিকেট দলে এই একাডেমির ২২ জন খেলোয়ার কৃতিত্বের সঙ্গে অংশগ্রহন করে ৫ জন খেলোয়ার রাজশাহী বিভাগীয় বয়সভিত্তিক দলে খেলার সুযোগ পায়। ঐ একাডেমির বেশকয়েকজন খেলোয়ার বিকেএসপির অধীনে ৩ মাসের প্রশিক্ষন কোর্সে অংশগ্রহন করে। এছাড়া আসন্ন বগুড়া ২য় বিভাগ ক্রিকেট লীগে ঐ একাডেমির খেলোয়ারদের খেলার সুযোগ করে দেওয়া হবে। এই একাডেমিতে অনূর্ধ-১২, অনূর্ধ-১৫ এবং সিনিয়র ক্রিকেট খেলোয়ারদের আধুনিক বেসিক কলা-কৌশল ,আইন কানুন ও শারীরিক প্রশিক্ষন অত্যন- অল্প খরচে প্রদান করা হয়। ভর্তি ফরমের মূল্য- ২০ টাকা । ভর্তি ফি- ২০০ টাকা এবং মাসিক ফি-৩০০ টাকা। শুক্রবার ব্যতিত সপ্তাহে ৬ দিন করে বিকেলে বগুড়া শহীদ চান্দু স্টেডিয়ামে পশ্চিম পার্শে (আউটার স্টেডিয়াম) অনুশিলন করানো হচ্ছে। ইতোমধ্যে একাডেমীটি পরিদর্শন করেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়য়ক মুশফিকুর রহিম মিতু এবং জাতীয় দলের পেস বোলার শাফিউল ইসলাম সুহাস। তারা একাডেমির উন্নয়নে যথাযথ সহযোগিতার আশ্বাস প্রদান করেন। অতি সমপ্রতি বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক রকিবুল হাসান ও খালেদ মাসুদ পাইলট একাডেমীর অনুশীলন প্রত্যক্ষ করেন এবং বগুড়ার ক্রিকেট উন্নয়নে এটি একটি ভাল উদ্যোগ বলে অভিহিত করেন। একাডেমির পরিচালক শাহেদুল ইসলাম রবি জানান, একটি ক্রিকেট একাডেমী পরিচালনা করতে গেলে অনেক অর্থের প্রয়োজন হয়। শুধুমাত্র ছাত্র বেতনে একাডেমীর কার্যক্রম পরিচালনা করা কঠিন । রবি বলেন, খালেদ মাসুদ পাইলট এই একাডেমী পরিদর্শনে এসে আমাকে জানান, রাজশাহীতে একটি ক্রিকেট একাডেমীকে ক্লেমন স্পন্সর করছে। পাইলট বলেন, আমি ক্লেমনের সঙ্গে যোগাযোগ করব যাতে তারা এই একাডেমীকে স্পন্সর করতে এগিয়ে আসে। রবি আরও বলেন, বগুড়ার ক্রিকেটের মান উন্নয়নের লক্ষে এই একাডেমীকে স্পন্সর করার জন্য বিভিন্ন প্রতিষ্ঠানকে আহবান জানান। তৃনমূল পর্যায় থেকে প্রতিভাবান খেলোয়ার খুজে বের করে নিয়মিত অনুশীলনের মাধ্যমে ভাল ক্রিকেটার হিসেবে গড়ে তোলার প্রত্যয়ে ইয়ং টাইগার্স ক্রিকেট একাডেমী বগুড়ার ক্রিকেট উন্নয়নে উল্লেখযোগ্য অবদান রাখছে।

আরও পড়ুন...

তানোর উপজেলার অমৃতপুর একতা যুব সংঘের উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত 

এন বিএন ডেক্সঃ রাজশাহীর তানোর উপজেলার ১নং কলমা ইউনিয়নের অমৃতপুর গ্রামে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে …