18 Chaitro 1431 বঙ্গাব্দ বুধবার ২ এপ্রিল ২০২৫
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / ক্রাইম নিউজ / কুড়িগ্রামে গরু চুরি বৃদ্ধি, কৃষকদের র্নিঘুম রাত

কুড়িগ্রামে গরু চুরি বৃদ্ধি, কৃষকদের র্নিঘুম রাত

কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রাম জেলার ৯টি উপজেলার সর্বত্রই গরু চুরির খবর পাওয়া যাচ্ছে। চুরিরোধে গ্রামের কৃষকরা পালা করে রাত জেগে গোয়াল ঘর পাহারা দিচ্ছে। অনুসন্ধানে দেখা যায় জেলার মধ্যে উলিপুর উপজেলায় সবচেয়ে বেশি গরু চুরির ঘটনা ঘটছে। স’ানীয় একটি সূত্র মতে গত ১ মাসে উলিপুর উপজেলায় ৫১টি গরু চুরি হয়েছে। উলিপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) হরেশ্বর রায় বিষয়টি নিশ্চিত করে বলেছেন- ২টি চোরাই গরু সহ রফিকুল নামের এক চোরকে ধরে কোর্টে চালান দেয়া হয়েছে। রফিকুলের বাড়ি উলিপুর পৌরসভার জোনাইডাঙ্গা গ্রামে। বোরো মৌসুমের শুরুতেই গরু চুরির বিষয়টি নিয়ে কৃষকরা আতঙ্কে আছে। উলিপুর পৌরসভার কৃষক ভন্দল চন্দ্র, জটিয়া শেখ, তরনী কান-, গৌতম চন্দ্র, জয়নাল আবেদীন, কানু শেখ, শানি- রাম, পাগারু শেখ, আব্দুস সাত্তার এদের সকলের ১ টি করে ও রুপা মিয়ার ৩টি গরু একই রাতে চুরি গেছে। এছাড়া গুনাইগাছ ইউনিয়নের আইয়ুব আলীর ২টি, তবকপুর ইউনিয়নের সোলায়মানের ২টি সহ উপজেলায় গত এক মাসে ৫১টি গরু চুরি হয়েছে।
এদিকে, জেলার নাগেশ্বরী, ফুলবাড়ী, ভূরুঙ্গামারী, রাজারহাট, চিলমারী, রৌমারী, রাজিবপুর ও কুড়িগ্রাম সদর উপজেলা গুলোতে মাঝে মধ্যে গরু চুরির ঘটনা ঘটছে বলে জানা গেছে। নাগেশ্বরী উপজেলার নারায়নপুর ইউনিয়নের চেয়ারম্যান জানান, গত এক মাসে তার ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে ৭টি গরু চুরি হয়েছে। রামখানা ইউপি চেয়ারম্যান সহিদার রহমান তালুকদার জানান, চুরি রোধে তার ইউনিয়নের প্রতিটি গ্রামে কৃষকরা পালা করে রাত জেগে গোয়াল ঘর পাহাড়া দিচ্ছে।
এদিকে, ভিতরবন্দ ইউনিয়নের চন্ডিপুর গ্রামের রনজিত ডাক্তারের গোয়াল ঘর থেকে এক রাতে ৫টি গরু চুরি যাওয়ার খবর পাওয়া গেছে। জানতে চাইলে পুলিশ সুপার মাহবুবুর রহমান বলেন, উলিপুরে গরু চুরির কথা শুনেছি। প্রতিটি থানার অফিসার ইনচার্জকে চুরিরোধে প্রয়োজনীয় ব্যবস’া নিতে এবং চোর ধরার নির্দেশ দিয়েছি।

আরও পড়ুন...

নওগাঁয় তরুণকে অপহরণ চেষ্টা, আটক ২

নওগাঁ প্রতিনিধি : নওগাঁর মান্দায় এক তরুণকে অপহরণ করে নিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজন দুই …