সিরাজগঞ্জ প্রতিনিধিঃ আজ মঙ্গলবার পল্লবী বিশ্বাস (২০) নামের এক কলেজ ছাত্রীকে খুন করে ঈশ্বরদী-সিরাজগঞ্জ রেলপথে মোহনপুর রেলগেটের কাছে ফেলে রেখে যায় দূবৃত্ত্বরা। সে উপজেলার পাতিয়াবেড়া গ্রামের স্কুল শিক্ষক বড়-ন বিশ্বাসের মেয়ে এবং রাজমান কলেজের এইচএসসি পরীক্ষার্থী ।
পল্লবীর পরিবার সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, উপজেলার ভাদালিয়াকান্দি গ্রামের আব্দুল গফুরের ছেলে পল্লবীর সহপাঠি আলামিন তার সঙ্গীদের নিয়ে সোমবার রাতে পল্লবীর বাড়ি থেকে উঠিয়ে নিয়ে যায়। সোমবার রাতেই তার পরিবারের সদস্যরা বিষয়টি জানার পর ভাদালিয়াকান্দি গ্রামে আলামিনের বাড়িতে কয়েক দফা বৈঠক করেও আলামিন এবং পল্লবীর সদ্ধান পায়নি। মঙ্গলবার সকালে পল্লবীর মৃতদেহ উক্ত রেলপথে পড়ে থাকতে দেখে এলাকার লোকজন পুলিশকে খবর দেয়। পুলিশ পল্লবীর লাশ উদ্ধার করে উল্লাপাড়া থানায় নিয়ে আসে। এ উল্লাপাড়ায় থানায় একটি হত্যা মামলার দায়ের করা হয়।
আরও পড়ুন...
নওগাঁয় তরুণকে অপহরণ চেষ্টা, আটক ২
নওগাঁ প্রতিনিধি : নওগাঁর মান্দায় এক তরুণকে অপহরণ করে নিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজন দুই …