এনবিএন ডেক্সঃ নওগাঁর পত্নীতলা উপজেলা শিক্ষা অফিসার কর্তৃক বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের অর্থ আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে। অভিযোগে প্রকাশ, গত ২০১০-১১ অর্থ বছরে বঙ্গবন্ধু ফুটবল টুর্ণামেন্ট পরিচালনার জন্য বরাদ্দকৃত অর্থ ব্যয় না করে শিক্ষা অফিসার রফিকুল আলম আত্মসাৎ করেছেন। এ ঘটনায় উপজেলার ১২ জন শিক্ষক স্বাক্ষরিত একটি অভিযোগ পত্র জেলা প্রাথমিক শিক্ষা অফিসার বরাবর দাখিল করেন। কিন’ রহস্যজনক কারনে অভিযোগ দাখিলের পরও কোন তদন- শুরু না হওয়ায় শিক্ষক সমাজ ক্ষোভ প্রকাশ করেন। জেলায় শিক্ষকেরা ন্যায় বিচার না পেয়ে সঠিক বিচারের আশায় উপজেলার কাঁটাবাড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেহানুল হক গত ২৮ নভেম্বর প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয়ের সচিব বরাবর একটি অভিযোগ দাখিল করেন। ঘটনাটি সর্বত্র ছড়িয়ে পড়লে উপজেলার একাধিক সচেতন নাগরিক ও গন্যমান্য ব্যক্তিবর্গরা জাতির জনক বঙ্গবন্ধুর স্মৃতি বিজরিত গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের অর্থ আত্মসাতকারী শিক্ষা অফিসারের দৃষ্টান- মূলক শাসি- দাবি করেন। এব্যাপারে উপজেলা শিক্ষা অফিসার রফিকুল আলমের সাথে যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি।
Home / খেলাধূলা / নওগাঁর পত্নীতলায় শিক্ষা অফিসার কর্তৃক বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের অর্থ আত্মসাতের অভিযোগ
আরও পড়ুন...
নওগাঁয় ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত
এনবিএন ডেক্সঃ নওগাঁয় পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন-এর সহায়তায় এবং মৌসুমী কৈশোর কর্মসূচির আওতায় ম্যারাথন দৌড় প্রতিযোগিতা …