27 Boishakh 1432 বঙ্গাব্দ শনিবার ১০ মে ২০২৫
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / সারাদেশ / নওগাঁর ধামইরহাটে চেঞ্জমেকারদের উদ্যোগে বিশ্ব ভালবাসা দিবসে দম্পতি সমাবেশ

নওগাঁর ধামইরহাটে চেঞ্জমেকারদের উদ্যোগে বিশ্ব ভালবাসা দিবসে দম্পতি সমাবেশ

এনবিএন ডেক্স: নওগাঁর ধামইরহাটে আত্নকর্ম সংস্থান বহুমূখী মহিলা সমিতি ও ওয়ার্ড চেঞ্জমেকারদের উদ্যোগে বিশ্ব ভালবাসা দিবসে এক ব্যতিক্রমী দম্পতি সমাবেশ পালিত হয়েছে। গত ১৪ ফেব্রম্নয়ারী দিনব্যাপী বিশ্ব ভালবাসা দিবস হলেও এর ব্যতিক্রমী অনুষ্ঠান পালন করেছে এই মহিলা সংগঠন। অনুষ্ঠানে ৪৭ জোড়া দম্পতি অংশ গ্রহনে জাকজমক পূর্ণভাবে ভাবে অনুষ্ঠিত সভায় সভাপতিত্বে করেন আত্ন কর্মসংস’ান মহিলা বহুমুখী সমিতির সভানেত্রী চেঞ্জমেকার মরিয়ম বেগম। স্বাগত বক্তব্য রাখেন চেঞ্জমেকার ইউসুফ আলী (উজ্জল)। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মুহাঃ মিজানুর রহমান সরকার। অন্যান্যের মধ্যে উপজেলা ভাইস চেয়ারম্যান জহুরম্নল ইসলাম দুলাল, মহিলা ভাইস চেয়ারম্যান ফারাহ দিবা, মহিলা বিষয়ক সহকারী কর্মকর্তা শাহনাজ পারভীন, পলস্নীশ্রী’র নওগাঁ ইউনিট এর প্রোগ্রাম ফ্যাসিলিটেটর মোঃ শফিকুল ইসলাম, সাবেক ধামইরহাট ইউপি চেয়ারম্যান এটিএম বদিউল আলম প্রমুখ বক্তব্য রাখেন। এ সময় জাহানপুর ইউপি সদস্য আঞ্জুয়ারা বেগম, উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি কামরম্নজ্জামান, পলস্নীশ্রী’র ধামইরহাট মাঠ প্রশিড়্গক মিজানুর রহমান, আত্নকর্ম সংস’ান মহিলা বহুমুখী সমিতির সাধারন সম্পাদক চেঞ্জমেকার মোসাঃ আছিয়া বেগম, সাংবাদিক আব্দুলস্নাহ হামিদী, আবুমুছা স্বপন প্রমুখ উপসি’ত ছিলেন। সভায় ধারনা পত্র পাঠ করেন উক্ত সংগঠনের কোষাধ্যড়্গ চেঞ্জমেকার মোসাঃ সালমা আক্তার। অনুষ্ঠানে স্বামী-স্ত্রী প্রতি ভালবাসা, সনত্মানদের সেই ভালবাসার মাঝে সীমাবদ্ধ রাখা ও নির্যাতনমুক্ত পরিবার গঠনে সকলেই একাত্বতা ঘোষনা করেন। সেই সাথে মহিলা সংগঠন কর্তৃক এ রকম ব্যতিক্রমী অনুষ্ঠান পালনের জন্য উক্ত সংগঠনকে এবং অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করার জন্য প্রধান অতিথি পলস্নীশ্রী’র ভূয়সী প্রশংসা করেন। ব্যতিক্রমী এই উদ্যোগ এলাকার মানুষের মাঝে ব্যাপক সাড়া জাগিয়েছে।

আরও পড়ুন...

অবশষেে স্থায়ী সংস্কার হচ্ছে নওগাঁর রাণীনগররে গলার কাঁটা মালঞ্চ-িনান্দাইবাড়-িকৃষ্ণপুর ঝুঁকিপুন বড়েবিাঁধ

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগর ও আত্রাই উপজেলাবাসীর গলার কাঁটা মালঞ্চি-নান্দাইবাড়ি-কৃষ্ণপুর ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধটি। গোনা ইউনিয়ন পরিষদের …