8 Kartrik 1431 বঙ্গাব্দ বুধবার ২৩ অক্টোবর ২০২৪
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / সারাদেশ / সিরাজগঞ্জে বাল্য বিবাহের সহযোগিতা করায় এক ইউপি সদস্যর কারাদন্ড

সিরাজগঞ্জে বাল্য বিবাহের সহযোগিতা করায় এক ইউপি সদস্যর কারাদন্ড

সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বাল্য বিবাহের সহযোগিতায় করায় এক ইউপি সদস্যকে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। জানা গেছে, উপজেলার উধুনিয়া ইউনিয়নের খোর্দ্দগজাইল দাখিল মাদ্রাসার ৫ম শ্রেণী ছাত্রী মর্জিনা খাতুনের (১৩) চন্ডালগাতী গ্রামের নুরালের ছেলে মানিকের সাথে রোববার বিকেলে বিয়ে হচ্ছে এই খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার অতুল সরকার পুলিশ সহ সন্ধ্যায় ওই বিয়ে বাড়িতে গিয়ে উপসি’ত হন। কিন’ তার আগেই বিয়ের কাজ দ্রুত শেষ করে মেয়েকে পাঠিয়ে দেয় ছেলের বাড়িতে। ঘটনাস’লে উপসি’ত উধুনিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের সদস্য জোমসেদ আলীকে বাল্য বিবাহের ব্যাপারে জিঞ্জাসা করা হলে তিনি উপজেলা নির্বাহী অফিসারের কাছে স্বীকার করে বলেন ছেলের জন্ম নিবন্ধন সনদপত্রে বয়স বাড়িয়ে দিয়েছে এবং এই বাল্য বিবাহে তিনি সহযোগিতাও করেছেন। বাল্য বিবাহের সহযোগিতা করায় ভ্রাম্যমান আদালত প্রধান উপজেলা নির্বাহী অফিসার অতুল সরকার ওই ইউপি সদস্যকে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করে জেলে পাঠিয়ে দিয়েছে। পুলিশ ওই বাল্য বিবাহের কাবিনকারী কাজীকে খুজছে। কাজী বিনায়েক গ্রামের শামছুল হক পলাতক রয়েছে।

আরও পড়ুন...

নওগাঁর মান্দায় মসজিদের জমি জবর দখলের অভিযোগ

এনবিএন ডেক্সঃ নওগাঁর মান্দায় কাঞ্চন আলোক দিয়ার জামে মসজিদের জমি জবর দখল করে ঘর নির্মাণের …