পিরোজপুর প্রতিনিধি: বে-সরকারী টেলিভিশন মাছরাঙার বার্তা সম্পাদক সাগর সরোয়ার ও এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরম্নন রম্ননি রাজধানীর পশ্চিম রাজাবাজারের ভাড়াটিয়া বাসায় গত শুক্রবার গভীর রাতে নৃশংসভাবে খুন হন। খুনিদের অবিলম্বে গ্রেফতার করা ও ফাঁসির দাবীতে আজ ১৩ ফেব্রুয়ারী সোমবার সকাল ১০ টায় মঠবাড়িয়া কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে প্রধান সড়কে মঠবাড়িয়া রিপোর্টার্স ক্লাবের উদ্দোগে সূধী সমাজ কালোব্যাচ ও মুখে কালো কাপড় বেধে প্রতিবাদসভা ও মানব বন্ধন কর্মসূচী পালন করে।
প্রতিবাদ সভায় মঠবাড়িয়া রিপোর্টার্স ক্লাবের সভাপতি নাজমুল আহসান কবীরের সভাপতিত্বে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবিদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি আলহাজ্ব রফিকুল ইসলাম মাহাতাব, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক নুরম্নজ্জামান লিটন, পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব কে এম হুমায়ুন কবীর, জেলা স্বেচ্ছা সেবক দলের যুগ্ম সম্পাদক সোয়েব শামস শওকত, মঠবাড়িয়া রিপোর্টাস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি মিজানুর রহমান মনির, সাধারণ সম্পাদক জুলফিকার আমীন সোহেল, যুগ্ম সম্পাদক জয়ন- মজুমদার, সাংগঠনিক সম্পাদক কাজী মজিবর রহমান বাদল, কোষাধ্যক্ষ বেল্লাল হোসেন বাবু, প্রচার সম্পাদক মোস-ফা কামাল বুলেট, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক জিয়া উদ্দিন খান, সাংবাদিক ইসমাইল হোসেন হাওলাদার, শিবাজী মজুমদার শিবু, সেলিম তালুকদার, হাবিবুর রহমান মামুন, রনি মুন্সী, পিন্টু দফাদার প্রমুখ। বিকাল সাড়ে ৪টায় রিপোর্টার্স ক্লাবের অফিস কার্যালয়ে সাংবাদিক দম্পত্তির বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এছাড়াও রিপোর্টার্স ক্লাবের সদস্যরা এধরনের জঘন্য হত্যাকাণ্ডের প্রতিবাদে তিনদিন ব্যাপী কালোব্যাচ ধারণ কর্মসূচী হাতে নেয়।
আরও পড়ুন...
নওগাঁ সুষ্ঠু আইন শৃঙ্খলা ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার লক্ষ্যে মতবিনিময় সভা
নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁ ফ্যাসিবাদি স্বৈরাচার প্রতিরোধ, দুর্নীতিবাজ, ভূমিদস্যু, মাদক সিন্ডিকেট, সন্ত্রাসী চিহ্নিতকরণ, সুষ্ঠু আইন শৃঙ্খলা …