8 Kartrik 1431 বঙ্গাব্দ বুধবার ২৩ অক্টোবর ২০২৪
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / জাতীয় সংবাদ / নওগাঁয় নির্বিঘ্নে কেটে নিয়ে যাওয়া হচ্ছে জমির টপ সয়েল

নওগাঁয় নির্বিঘ্নে কেটে নিয়ে যাওয়া হচ্ছে জমির টপ সয়েল

এনবিএন ডেক্সঃ যে কেউ নির্বিঘ্নে কেটে বিক্রি করছে জমির টপ সয়েল। এভাবে টপ সয়েল কেটে নিয়ে যাওয়াতে মাটি হারাচ্ছে তার উর্বরাশক্তি। ফলে ওই মাটি হারিয়ে ফেলছে ফসল আবাদের জন্য তার প্রয়োজনীয় জীবনী শক্তি। যারা বিক্রি করছে তাদের ঠেকানোর কোনই পদক্ষেপ না থাকার জমির টপ সয়েল কাটার মহোৎসব শুরু হয়েছে। জেলার ১১টি উপজেলার মাঠে মাঠে বিরাজ করছে এরকম দৃশ্য। ট্রাক, ট্রাক্টর ও ভ্যানসহ বিভিন্ন বাহনে ভরে জমির এসব টপ সয়েল নিয়ে যাওয়া হচ্ছে। জমির এ টপ সয়েল দিয়ে তৈরি হচ্ছে ইট, ভরাট করা হচ্ছে ধানের বয়লারের নির্মিতব্য চাতাল, গোডাউন ও নানা গর্ত। এমনকি জমির এ টপ সয়েল দিয়েই সরকারী অনেক প্রকল্পও বাস-বায়ন করা হচ্ছে। সরকারের মাটিকাটা সংক্রান- প্রকল্প রাস-া নির্মাণ ও বিভিন্ন মাঠ ভরাটসহ এরকম নানা প্রকল্পই বাস-বায়ন করা হচ্ছে জমির টপ সয়েল ব্যতিরেকে বিকল্প উপায়ে মাটি সংগ্রহের ব্যবস’া থাকার পরেও এ কাজটি করা হচ্ছে ধুমধাম করে। এভাবে শুধু সরকারী প্রকল্প বাস-বায়নের জন্যই প্রতি বছর এসব এলাকার শত শত হেক্টর জমি হারাচ্ছে তার টপ সয়েল। পাশাপাশি বিভিন্ন ব্যক্তির ইটভাটা, ধানের বয়লারের চাতাল, গোডাউন এবং নানান গর্তের পেটে প্রতি বছর বে-হিসেবীভাবে চলে যাচ্ছে অগণিত পরিমাণ হেক্টর জমির টপ সয়েল। খোঁজ নিয়ে জানা গেছে, জেলার সদর সহ ১১টি উপজেলার বিভিন্ন মাঠের উর্বর জমি থেকে কেটে নিয়ে যাওয়া হচ্ছে জমির টপ সয়েল। জমির এ টপ সয়েল যারা কেটে নিয়ে যাচ্ছে তাদের বেশীরভাগই প্রভাবশালী ব্যক্তি। এ ব্যাপারে নওগাঁ কৃষি সমপ্রসারণ অধিদপ্তরের উপপরিচারক মোঃ নুরুজ্জামান জানান, জমির প্রয়োজনীয় খাদ্য উপাদানসমূহ টপ সয়েলের মধ্যেই থাকে। টপ সয়েল কাটার পর ওই জমি শতভাগ ফসল উৎপাদন ক্ষমতা হারিয়ে ফেলে। জমির এ ক্ষতি ৪/৫ বছর ধরেও পুরণ হয়না।

আরও পড়ুন...

নওগাঁর নিয়ামতপুরে সমতল আদিবাসীদের মিলন মেলায় ঐতিহ্যবাহী সাঁওতালী নৃত্য প্রতিযোগিতায় আদিবাসীরা মানুষ হয়েছে, আদিবাসীরা পুরোপুরি মানুষ না হলেও বারো আনা মানুষ হয়েছে ————————————–খাদ্যমন্ত্রী

এন বিএন ডেক্সঃ  ক্ষুদ্র নৃ-গোষ্ঠী অর্থাৎ আদিবাসীরা মানুষ হয়েছে, তবে পুরোপুরি মানুষ না হলেও বারো …