22 Chaitro 1431 বঙ্গাব্দ শনিবার ৫ এপ্রিল ২০২৫
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / ক্রাইম নিউজ / নওগাঁয় অস্ত্র মামলায় যুবকের ১৫ বছর জেল

নওগাঁয় অস্ত্র মামলায় যুবকের ১৫ বছর জেল

এনবিএন ডেক্স: নওগাঁয় অস্ত্র মামলায় সাইফুল ইসলাম (২৫) নামের এক যুবককে ১৫ বছরের কারাদন্ডাদেশ দিয়েছেন আদালত। গত রোববার দুপুরে নওগাঁয় ৫ নম্বর বিশেষ ট্রাইবুনালের বিজ্ঞ বিচারক মিজানুর রহমান এই রায় প্রদান করেন। দন্ডাদেশ পাওয়া যুবক পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার চর কুড়লিয়া গ্রামের বক্কার সরদারের ছেলে বলে জানা গেছে। আদালতের মামলার সংক্ষিপ্ত সূত্রে জানা গেছে, ২০১০ সালের ৭ ডিসেম্বর বেলা ১১টার দিকে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নওগাঁ রেঞ্জ সুপার বিপ্লব কুমার মোদক সঙ্গীয় ফোর্সসহ নওগাঁ শহরের পশ্চিমের বাইপাস মোড় ফলি মারা সেতুর নিকটে অভিযান চালায়। এসময় নিয়ামতপুর থেকে নওগাঁগামী উৎসব পরিবহনের যাত্রীবাহী বাস (ঢাকা জ-৬১২০) এর যাত্রীবেশী সাইফুল ইসলামের দেহ তল্লাশি করে তার ডান পায়ের উরুতে বাধা ৭ রাউন্ড গুলিভর্তি পিস-লসহ সাইফুলকে গ্রেফতার করা হয়। ওই দিনই মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নওগাঁ রেঞ্জের পরিদর্শক নাজিম উদ্দীন বাদী হয়ে নওগাঁ সদর মডেল থানায় অস্ত্র আইনে মামলা করেন। সাক্ষ্য প্রমাণ শেষে বিজ্ঞ আদালত এ রায় দেন।

আরও পড়ুন...

নওগাঁয় তরুণকে অপহরণ চেষ্টা, আটক ২

নওগাঁ প্রতিনিধি : নওগাঁর মান্দায় এক তরুণকে অপহরণ করে নিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজন দুই …