8 Kartrik 1431 বঙ্গাব্দ বুধবার ২৩ অক্টোবর ২০২৪
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / শিক্ষা / নওগাঁর রাণীনগরের পশ্চিম বালূভরা রেজিঃ প্রাথমিক বিদ্যালয়টি নানা সমস্যায় জর্জরিত

নওগাঁর রাণীনগরের পশ্চিম বালূভরা রেজিঃ প্রাথমিক বিদ্যালয়টি নানা সমস্যায় জর্জরিত

এনবিএন ডেক্সঃ নওগাঁর রাণীনগরের পশ্চিম বালুভরা রেজিঃ প্রাথমিক বিদ্যালয়টি নিজস্ব প্রায় দুই বিঘা জমির উপর অবসি’ত যেটি বর্তমানে নানা সমস্যায় জর্জরিত। বর্তমানে দেখে যেন মনে হয় আধুনিকতার কোন ছোঁয়াই এই স্কুলকে স্পর্শ করেনি। পাঠ কক্ষের স্বল্পতার কারণে ছাত্র-ছাত্রীরা একটি কক্ষে গাদাগাদি করে পাঠ গ্রহণ করছে ঠিক গোয়াল ঘরের মত। স্কুলটিতে প্রায় পাঁচশত ছাত্র-ছাত্রীর প্রতিদিন আসা যাওয়া কিন’ পাঠকক্ষ মাত্র তিনটি। যার দুইটি কক্ষই টিনের ছাউনি আর একটি কক্ষ ছাঁদওয়ালা। টিনগুলো অনেক পুরানো হয়ে যাওয়াই বৃষ্টির সময় অঝরে পানি ঝরে পড়ে এতে করে বর্ষাকালে পাঠদান একেবারে অসম্ভব হয়ে পড়ে। এতে বর্ষাকালে ছাত্র-ছাত্রীরা স্কুরে আসতে চায় না। দীর্ঘদিন সংস্কার না হওয়াই পূর্বদিকের দুইটি কক্ষ আকাশের নীচে উম্মুক্ত অবস’ায় পড়ে থাকার কারণে কক্ষের জানালা, দরজাসহ দেয়াল গুলো নষ্ট হয়ে যাচ্ছে। এই ব্যাপারে স্কুলের প্রধান শিক্ষক মোঃ আবুল হোসেন জানান যে, তার স্কুলে প্রতি বছরই পাশের হার শতভাগ। স্কুলে পাঠকক্ষের স্বল্পলতার কারণে একটি কক্ষে ৫০জন এর অধিক ছাত্র-ছাত্রীদের পাঠদান করতে হচ্ছে। এতে করে ছাত্র-ছাত্রীরা পাঠে মনোযোগ হারিয়ে ফেলছে এবং এক শ্রেণী শিক্ষকের পক্ষে এতগুলো ছাত্র-ছাত্রীদের নিয়ন্ত্রনে রাখাটাও খুব দুরুহ ব্যাপার। স্কুলে এখন বর্তমানে দুইজন শিক্ষক ও দুইজন শিক্ষিকা মিলে মোট চারজন শিক্ষক এ কারণে হিমসিম খেতে হয় এতগুলো ছাত্র-ছাত্রীর এই প্রতিষ্ঠানটি পরিচালনা করতে। তিনি আরও বলেন যে, এখানে যদি আরও একজন শিক্ষক নিয়োগ দেয়া হয় এবং পরিত্যাক্ত কক্ষগুলো সংস্কার করে পাঠদানের উপযোগী করা হয় তাহলে স্কুলের বড় সমস্যাটি সমাধান হত। এর ফলে ছাত্র-ছাত্রীরা স্কুলের প্রতি আরও বেশি আকৃষ্ট হত। তিনি আর জানান যে, দীর্ঘদিন পূর্বে সরকারের পক্ষ থেকে একবার এসে নতুন ভবনের জন্য মাপ নিয়ে যায় কিন’ কবে নতুন আধুনিক ভবনের জন্য সরকারি ভাবে অর্থ বরাদ্দ আসবে সেই দিনের অপেক্ষায় রয়েছেন তারা। তিনি ও স্কুল ব্যবস’াপনা কর্তৃপক্ষ একাধিক বার এই বিষয়গুলো উপর মহলকে অবহিত করেছেন কিন’ কোন লাভ হয়নি। স্কুল ব্যবস’াপনা কমিটি দীর্ঘদিন পূর্বে নিজেদের তহবিল থেকে দুইটি পাঠকক্ষ কোন মতে টিন দিয়ে চলার মত করে সংস্কার করে যা এখন নষ্টের পথে। অচিরেই যদি এই কক্ষগুলো সংস্কার করা না হয় তাহলে আগামী বর্ষা মৌসুমে স্কুলে পাঠদান করা একেবারেই অসম্ভব হয়ে দাঁড়াবে বলে তিনি জানান। এবিষয়ে রাণীনগর উপজেলার প্রাথমিক শিক্ষা অফিসার এর সঙ্গে কথা বললে তিনি জানান উক্ত স্কুল বিষয়ে সংশ্লিষ্ট উর্দ্ধতন কর্তৃপক্ষকে

আরও পড়ুন...

নওগাঁয় শিক্ষার গুণগত মানোন্নয়ন বিষয়ক আলোচনা সভা

এন বিএন ডেক্সঃ নওগাঁয় কোভিড-১৯ সময়ে প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়ন বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। …