এনবিএন ডেক্স: নওগাঁ জেলার সদর সহ ১১টি উপজেলার বিভিন্ন হাটবাজারের লাইব্রেরিগুলোতে অবাধে বিক্রি হচ্ছে নিষিদ্ধ ঘোষিত নোট-গাইড, গ্রামার ও ব্যাকরণ বই। আদালতের রায় উপেক্ষা করে বিক্রি হওয়া ঐসব নোট ও গাইড বই বিক্রি নিয়ে প্রশাসনের কোন তৎপরতা নেই। বরং প্রশাসনের নাকের ডগায় বসেই দেদারছে বিক্রি করে যাচ্ছে এক শ্রেণীর অসাধু বই প্রকাশক ও ব্যবসায়ী। এ নিয়ে উদ্বিগ্ন শিক্ষার্থী অভিভাবক, সুধী মহলসহ সংশ্লিষ্ট সকলেই। জানা যায়, এক শ্রেণীর অসাধু বই ব্যবসায়ী প্রকাশনার প্রতিনিধি, শিক্ষক ও কোচিং বাণিজ্যের সাথে জড়িত প্রর্তিষ্ঠানের যোগসাজশে নোট-গাইড, গ্রামার ও ব্যাকরণ বইয়ের রমরামা ব্যবসা চালিয়ে যাচ্ছে। আরো জানা গেছে, প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের নোট, গ্রামার ও ব্যাকরণ বইয়ের মূল্য ২৫০ থেকে ৪০০ টাকা এবং দিগন- কম্পিউটার, লেকচার, নিউট, নিউ লেকচার, আদিল, জুপিটার, পাঞ্জেরী, স্টার, পপি গাইড বইয়ের মূল্য ১৬০ থেকে ৮৫০ টাকার বিক্রি হচ্ছে। অবৈধ ব্যবসায়ীদের সঙ্গে জড়িত হয়ে বিশেষ কমিশন পাওয়া শিক্ষকরা এসব অস্বাভাবিক মূল্যের নোট-গাইড বই ক্রয় করতে ছাত্রছাত্রীদের উদ্বুদ্ধ করছেন। গরিব শিক্ষার্থীদের ক্রয় সাধ্যের বাইরে থাকা এসব নোট-গাইড কিনতে না পারায় স্কুল-শিক্ষদের বকুনি শুনছেন প্রতিনিয়ত। সরকার সমাজের পিছিয়ে পড়া দরিদ্র জনগোষ্ঠীর সন-ানরা যাতে শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত না হয় সে লক্ষ্যে ব্যাপক উদ্যোগ নিয়ে বিনামূল্যে ছাত্রছাত্রীদের মধ্যে বই বিতরণ করছে। অথচ সরকারের এই উদ্যোগকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে আইন অমান্য করে অসাধু ব্যবসায়ীরা চড়ামূল্যে নিম্নমানের নোট, গ্রামার ও গাইড বইয়ের ব্যবসা করছে। চলতি শিক্ষাবর্ষকে টার্গেট করে এসব পাঠ্যবই বিভিন্ন স্কুলে তালিকাভূক্ত করে এবং শিক্ষকদের দেয়া তালিকা অনুযায়ী শিক্ষার্থীদের বই কিনতে বাধ্য করছেন। স’ানীয় বিভিন্ন লাইব্রেরি মালিকেরা শিক্ষক সিন্ডিকেটের সহায়তায় এনসিটিবির অনুমোদনহীন নিষিদ্ধ ঘোষিত এসব বই প্রকাশ্যে বিক্রি করছে। এব্যাপারে জানতে চাইলে নওগাঁ জেলার প্রাথমিক শিক্ষা অফিসার গোলাম নবী ও মাধ্যমিক শিক্ষা অফিসার খন্দকার রেজাউল করিম জানান, কিছু অসাধু লাইব্রেরির মালিক প্রসাশনের চোখকে ফাঁকি দিয়ে গোপনে অবৈধ নোট-গাইড ব্যবসা করে যাচ্ছে। যথা শিগগিরই এ বিষয়ে স’ানীয় প্রশাসন আইনুগ ব্যবস’া গ্রহণ করবে।
আরও পড়ুন...
নওগাঁয় শিক্ষার গুণগত মানোন্নয়ন বিষয়ক আলোচনা সভা
এন বিএন ডেক্সঃ নওগাঁয় কোভিড-১৯ সময়ে প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়ন বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। …