এনবিএন ডেক্স: সীমানে- চোরাচালান, নারী ও শিশু পাচার রোধের জন্য বিজিবি’র সার্বিক ব্যবস’ার উন্নয়ন এবং শক্তি বৃদ্ধিকরণ শীর্ষক এক দিনের সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০ টা থেকে বিকেল ৪ টা পর্যন- নওগাঁর পত্নীতলা উপজেলার ৪৬ বর্ডার গার্ড ব্যাটালিয়ন হেডকোয়াটারে এই সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপসি’ত ছিলেন বর্ডার গার্ড ব্যাটালিয়নের রাজশাহী সেক্টরের ভারপ্রাপ্ত সেক্টর কমান্ডার লেঃ কর্ণেল মোঃ ফজলুল হক পিএসসি।
পত্নীতলা উপজেলার ৪৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল হাসান মোঃ শামসুদ্দিন এএফডব্লিউসি, পিএসসি’র সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন রাজশাহীর ৩৭ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্ণেল সাদিকুল বারী, নওগাঁর ৪৩ বিজিবি’র ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর শরিফ হাসান, নওগাঁ জেলা প্রশাসনের স’ানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোঃ নজরুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোঃ ইব্রাহিম খান, পত্নীতলা উপজেলা চেয়ারম্যান মোঃ আব্দুল গাফফার, সাংবাদিক ইমরুল কায়েস, সাংবাদিক মোঃ ফরহাদ হোসেন, পত্নীতলা থানার ইন্সপেক্টর (তদন-) মোঃ আজাদ রহমান, বে-সরকারী উন্নয়ন সংস’ার প্রতিনিধি মীর মোহাম্মদ জানে আলম, সুরেশ চন্দ্র বর্মন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ রফিকুল ইসলাম প্রমুখ।
সেমিনারে আয়োজক এবং অংশ গ্রহনকারীরা বলেন, সীমানে-র চোরাচালান রোধ, নারী ও শিশু পাচার রোধে স’ানীয় জনপ্রতিনিধি, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক, সীমান- এলাকার সর্বস-রের মানুষকে সাথে নিয়ে এক যোগে কাজ করার মাধ্যমে এ সমস্যার সমধান করা সম্ভব। এছাড়া, সীমান- সম্পর্কে সাধারণ মানুষের যে নেতিবাচক চিন-াধারা রয়েছে তা থেকে বেরিয়ে এসে ইতিবাচক সিদ্ধানে- উপনিত হতে পারলে এবং সীমান-বর্তী জনসাধারণের মধ্যে ব্যাপক সচেতনতা সৃষ্টির মাধ্যমে পাচার সংক্রান- সকল ধরনের সমস্যার সমাধান করা সম্ভব। দিন ব্যাপি সেমিনারে নওগাঁ, রাজশাহী, চাপাইনবাবগঞ্জ বর্ডার গার্ড ব্যাটালিয়নের সদস্য, সরকারী কর্মকর্তা, নওগাঁয় কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক, জনপ্রতিনিধি, শিক্ষক ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ গ্রহন করেন। #
Home / জাতীয় সংবাদ / নওগাঁর পত্নীতলায় ৪৬ বিজিবি’র উদ্যেগে সীমান্তের চোরাচালান, নারী ও শিশু পাচার রোধ সম্পর্কিত সেমিনার অনুষ্ঠিত
আরও পড়ুন...
নওগাঁয় ৯টি ককটেল ১৫ টি সাউন্ড বোমাসহ বিপুল পরিমান জিহাদী বই উদ্ধার- ৬ শিবির নেতাকর্মীকে আটক করেছে পুলিশ
এনবিএন ডেক্সঃ নওগাঁ সদরের শহরস্থ নামাজগড় মাদ্রাসা পাড়া থেকে ৯টি ককটেল, ১৫ টি সাউন্ড বোমা …