23 Magh 1431 বঙ্গাব্দ বৃহস্পতিবার ৬ ফেব্রুয়ারী ২০২৫
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / ক্রাইম নিউজ / জিয়ানগরে আনত্ম: জেলা ডাকাত দলের সদস্য গ্রেফতার

জিয়ানগরে আনত্ম: জেলা ডাকাত দলের সদস্য গ্রেফতার

জিয়ানগরে আলোচিত আনত্ম: জেলা ডাকাত দলের অন্যতম সদস্য রফিকুল ইসলামকে জিয়ানগর থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে গ্রেফতার করেছে। তার বিরুদ্ধে বাগেরহাট সদরথানা, খুলনার খালিশপুর থানায় ডাকাতি অপহরন সহ একাধিক মামলা রয়েছে।বলে থানা সূত্রে জানাযায়।
শনিবার সকালে জিয়ানগর থানা পুলিশ গোপন সূত্রের ভিত্তিতে দক্ষিন ইন্দুরকানীর ঘোষেরহাট সাঈদখালী সড়কের মাঝ পথে জিয়ানগর থানার অফিসার্স ইনচার্জ মোঃ জাহাঙ্গির হোসেনের নেতৃত্বে এস আই, আঃ মালেক, ওসমানগনি, এ এস,আই জাহিদ সংগীয় ফোর্স সহ আনত্মঃ জেলা ডাকাত দলের অন্যতম সদস্য মোঃ রফিকুল ইসলামকে (৪৪) কে গ্রেফতার করে। আটককৃত ডাকাত সদস্যের বাড়ী উপজেলার দক্ষিন ইন্দুরকানী গ্রামের মৃত হোসেন আলীর ছেলে।

তার বিরুদ্ধে বাগেরহাট সদর থানার মামলা নং ৩১ তারিখঃ ২৩/০৯/২০০৮ ধারা ৩৯৫/৩৯৭ এবং খুলনার খালিশপুর থানার মামলা নং ০৬ তারিখ ০৮/০৫/২০০৬ ধারা ৩৯৫/৩৯৭। তার ছোট ভাই নাসির উদ্দিনের বিরুদ্ধে একাধিক ডাকাতি সহ বিভিন্ন মামলা রয়েছে। জিয়ানগর থানার ওসি মোঃ জাহাঙ্গির হোসেন জানান, গ্রেফতার কৃত আনত্মঃ জেলা ডাকাত সদস্য মোঃ রফিকুল ইসলাম বিভিন্ন নামে দক্ষিন পশ্চিম অঞ্চলে দীর্ঘদিন ধরে ডাকাতি দস্যুতা সহ নানা সন্ত্রাসী কাজ করে আসছে। আনত্মঃ জেলা ডাকাতের তালিকায় তার নাম রয়েছে। দীর্ঘদিন ধরে তাকে পুলিশ খুজছে।

আরও পড়ুন...

নওগাঁয় স্ত্রী হত্যার অভিযোগে স্বামী আটক

এনবিএন ডেক্সঃ নওগাঁয় স্ত্রীকে হত্যার অভিযোগে রেজাউল করিম (৩৮) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৫ …