কুড়িগ্রাম প্রতিনিধিঃ
বাঙালির ৪০ বছর পূতি উপলক্ষ্যে কুড়িগ্রামের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন ‘প্রচ্ছদ, কুড়িগ্রাম’-এর উদ্যোগে সপ্তাহ ব্যাপী জাতীয় নাট্যোৎসব ২০১২ দর্শকদের মঞ্চ নাটকের উপর আগ্রহ বাড়িয়েছে। ‘আমাদের মঞ্চ, আমাদের মুক্তিযুদ্ধ’ এ মূল সুরকে ধারণ করে কুড়িগ্রাম পৌরসভা মিলনায়তনে ৭ দিন ব্যাপী জাতীয় নাট্যোৎসব গতকাল রাতে শেষ হয়েছে। এ গুচ্ছনাট্যায়োজনে অংশ নেয় ঢাকার নন্দিত নাট্যদল ‘শূন্যন থিয়েটার’সহ ৬টি নাট্যদল। উৎসবকে বর্ণিল করে তুলতে ছিল আমন্ত্রিত নাট্যদল মিউনাস, কলকাতা (ভারত) এর উপস’াপনা।
গত শনিবার সমাপনী দিনে ধন্যবাদ জ্ঞাপন সন্ধ্যার আয়োজন ছিল অত্যন- চমকপ্রদ। বিশেষ করে সাংস্কৃতিক পরিবেশনায় মুক্তিযুদ্ধ ও ভাষা আন্দোলনের চিত্র তুলে ধরা হয়। এ সময় আলোচনা করেন- দিনাজপুর জেলার সিভিল সার্জন ডাঃ মউদুদ হোসেন রাবু, অধ্যাপক তপন কুমার রুদ্র, প্রচ্ছদ, কুড়িগ্রামের সাবেক সভাপতি মিজানুর রহমান মিজান, সাধারণ সম্পাদক শ্যামল ভৌমিক, সাংবাদিক রবীন্দ্রনাথ রায়, বাবু দুলাল চন্দ্র রায় প্রমূখ। সমাপনী সন্ধ্যায় ঢাকা’র শূন্যন থিয়েটার পরিবেশন করে মুক্তিযুদ্ধ ভিত্তিক নাটক “লাল জমিন” । নাটকগুলি দেখে কুড়িগ্রাম দর্শকরা আগামীতে মঞ্চ নাটকের দিকে আকৃষ্ট হবেন বলে আয়োজকরা মনে করছেন।
আরও পড়ুন...
নওগাঁর নৌকা বাইচ প্রতিযোগীতা অনুষ্ঠিত!!
এনবিএন ডেক্সঃ ঈদ উপলে নওগাঁর মহাদেবপুরের ঐতিহ্যবাহী সাতরা বিলে অনুষ্টিত হয় নৌকা বাইচ প্রতিযোগিতা। উপজেলার …