7 Srabon 1432 বঙ্গাব্দ বুধবার ২৩ জুলাই ২০২৫
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / কৃষি সংবাদ / ‘জিয়ানগরের আপেল’ কুলচাষে এখন অনেকেই স্বাবলম্ভী

‘জিয়ানগরের আপেল’ কুলচাষে এখন অনেকেই স্বাবলম্ভী

পিরোজপুর প্রতিনিধি: দক্ষিনাঞ্চলের সিডর বিধ্বসত্ম উপকুলীয় উপজেলা জিয়ানগর। সিডর উত্তর সরকার ও বিভিন্ন বেসরকারী উন্নয়ন সংস’া এ উপজেলায় কৃষকদের পূর্ন বাসনের জন্য ফলদ ও বনজ বৃক্ষ বিতরণ করেছে। গত ২০০৮ সাল থেকে এ উপজেলায় ছোট বড় চাষীরা বিনা মূল্যে প্রাপ্ত কুলের চারা রোপন করে ভাল ফলন পেয়েছে। এর ধারাবাহিকতায় উপজেলার পত্তাশী, বালিপাড়া, পাড়েরহাট, টগড়া, গাবগাছিয়া, কালাইয়া গ্রামের চাষীরা কুল চাষ করে ব্যাপক জনপ্রীয় হয়ে উঠেছে। পূর্বে যারা সবজি চাষ করত তারা কুল চাষ করে লভবান বেশী হওয়ায় কুল চাষের দিকে ঝুকে পড়েছে। এ উপজেলার উৎপাদিত কুল স’ানীয় বাজার সহ বিভিন্ন স’ানে চালান হচ্ছে। ৮টি থেকে ১২টি কুলে ১ কেজি হওয়ায় একুলকে অনেকেই জিয়ানগরের আপেল বলে অভিবাহিত করেছে। উপজেলার কালাইয়া গ্রামের বাদসা মিয়া ৮০ শতাংশ জমিতে ২৮০টি কুলের চারা রোপন করে বর্তমান মৌসুম শুরু হতেই প্রতি দুই দিন পর পর ৪ থেকে ৫মণ কুল বিক্রয় করে মোটা অংকের টাকা আয় করছে। তার কুল বাগান থেকে পাইকাররা ভ্যান যোগে কুল ক্রয় করে দেশী বাজার সহ বিভিন্ন স’ানে চালান দিচ্ছে। পাইকাররা প্রতি কেজি কুল ৪০ টাকা থেকে ৫০ টাকা দরে ক্রয় করছে। বাদসা মিয়া জানান নিজস্ব প্রযুক্তিতে কৃষি বিভাগের সহায়তা ছাড়াই কুল চাষ করেন। তিনি ৫০ হাজার টাকা পূজি নিয়ে গত বছর কুলের বাগান করেন। এ বছর তার বগানের ফলন ভালো হওয়ায় খরচ বাদে তার বাড়তি লাভ হবে বলে জানান। তিনি অভিযোগ করেন উপজেলা কৃষি অফিসে একাধিক বার যোগাযোগ করলেও কেহ তাহার কুলের বাগান দেখতে আসেনি। তবে এ বিষয় উপজেলা কৃষি কর্মকর্তা অমিতাভ মন্ডল জানান আমার কাছে কেহ আসলে আমি তাকে সহোযোগিতা করার চেষ্টা করি। এ ছাড়া এ উপজেলায় আপেল কুল, নারিকেল কুল, বাউ কুল, দেশী উন্নত জাতের সহ টক কুলের চাষ হচ্ছে। এভাবে পত্তাশী সোহরাফ হাওলাদারের কুলের বাগানে গিয়ে দেখা যায় তিনি ২ বছর ধরে কুলের চাষ করে লাভবান হচ্ছেন। তিনি জানান কুল চাষ একটি লাভ জনক কাজ। এ উপজেলার গাবগাছিয়া গ্রামের হারুন শরীফ দেড় একর জমিতে কুলের চাষ করে প্রতি বছর খরচ বাদে ৫০ হাজার টাকা লাভ হচ্ছে। তিনি কুল গাছের ডাল পালা বিক্রি করেও বাড়তি আয় করছেন। এউপজেলার অনেকেই সবজি চাষের পরিবর্তে কুল চাষ করে স্বাভলম্ভী হচ্ছেন।

আরও পড়ুন...

শষ্য ভান্ডার খ্যাত আত্রাইয়ে পাট চাষে আগ্রহ হারাচ্ছে কৃষক

এনবিএন ডেক্সঃ উত্তর জনপদের শষ্য ভান্ডার খ্যাত নওগাঁর আত্রাইয়ে বাংলাদেশের অন্যতম অর্থকারী ফসল ‘সোনালী আঁশ’ …