সিরাজগঞ্জ প্রতিনিধি : আজ শুক্রবার রাত ৯ টার দিকে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার বিরৌহালী গ্রাম থেকে ৫টি ককটেল সাদৃশ বস’ ও ২ রাউন্ড গুলি উদ্ধার করেছে ডিবি পুলিশ । গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ওই গ্রামের সাবেক ইউপি মেম্বর জামাল উদ্দিনের উঠান থেকে ২-রাউন্ড গুলি এবং তার ভাই কৃষক আলমের ঘরের জ্বানালার পাশ থেকে ৫টি ককটেল সাদৃশ বস’ উদ্ধার করে। রায়গঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার মাহফুজ জামান আশরাফের নেতৃত্বে অভিযান চালিয়ে সেগুলো উদ্ধার করে রাতেই তাড়াশ থানায় এনে পরীক্ষা করা হয়। সিরাজগঞ্জ ডিবি পুলিশের উপ-পরিদর্শক মোঃ রাকিব হাসান বলেন, উদ্ধারকৃত গুলি ও ককটেল সাদৃশ বস’গুলো অকোজো বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে। রাকিব আরো জানান, জামাল ও আলমের নাতনী কেয়াকে পাশ্ববর্তি মৃত আরমান আলীর বখাটে পুত্র নুরুল ইসলাম প্রায়ই উত্তক্ত করতো। এ ঘটনায় গত বছরের ২২ অক্টোবর তাড়াশ থানায় কেয়া বাদী হয়ে নুরম্নলের বিরম্নদ্ধে একটি ইভটিজিং মামলা করে। আর এ কারনে প্রতিপক্ষকে ফাঁসাতে নুরুল কৌশল করে এগুলে রেখেছে কি-না, তাও খতিয়ে দেখছে পুলিশ।
আরও পড়ুন...
নওগাঁয় তরুণকে অপহরণ চেষ্টা, আটক ২
নওগাঁ প্রতিনিধি : নওগাঁর মান্দায় এক তরুণকে অপহরণ করে নিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজন দুই …