26 Boishakh 1432 বঙ্গাব্দ শনিবার ১০ মে ২০২৫
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / ক্রাইম নিউজ / সিরাজগঞ্জে যৌনকর্মীসহ ব্র্যাক কর্মকর্তা আটক

সিরাজগঞ্জে যৌনকর্মীসহ ব্র্যাক কর্মকর্তা আটক

সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জে দু’যৌনকর্র্মীসহ মুনসুর আলম (৩৪) নামের এক ব্র্যাক কর্মকর্তাকে আটক করেছে সিরাজগঞ্জ সদর থানার পুলিশ। বুধবার সন্ধায় সিরাজগঞ্জ পৌর এলাকার মাছিমপুর মহল্লা থেকে এদেরকে আটক করা হয়। আটককৃত মুনসুর জেলার পাচলিয়া ব্র্যাক শাখা অফিসের একজন কর্মসূচী সংগঠক বলে পুলিশ জানিয়েছে। তার বাড়ি পাবনা জেলার ঈশ্বরদী থানার বোরামপুর গ্রামে। আটককৃত যৌন কর্মী মমতাজ খাতুন (২৫) জেলার সলঙ্গা থানার সুজাপুর গ্রামের ও শারমিন (২১) পাঁচিলিয়া গ্রামের বাসিন্দা। সিরাজগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক আফজাল হোসেন জানান, এলাকাবাসি তাদেরকে হাতেনাতে আটক করে পুলিশে সোপর্দ করে। রাতেই তাদেরকে জেলহাজতে পাঠানো হবে বলে দারোগা আফজাল আরো জানান।

আরও পড়ুন...

নওগাঁয় তরুণকে অপহরণ চেষ্টা, আটক ২

নওগাঁ প্রতিনিধি : নওগাঁর মান্দায় এক তরুণকে অপহরণ করে নিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজন দুই …