আজমিরীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি:
বেসরকারী উন্নয়ন সংস’া এফআইভিডিবি কর্তৃক বাস-বায়িত মা-মনি কোইকা প্রকল্পের কার্যক্রম পরিদর্শন করার জন্য গতকাল মঙ্গলবার স্যাভ দ্যা চিলড্রেন-কোরীয়ার সিইও মিঃ নভো কীম সহ ৪ সদস্যের একটি প্রতিনিধি দল আজমিরীগঞ্জ উপজেলা পরিদর্শন করেন। সী প্লেইনযোগে আজমিরীগঞ্জ উপজেলার কালনী নদীতে অবতরন করার পর শতশত উৎসুক জনতা নদীর তীরে ভীড় জমায়। পরে উপজেলা স্বাস’্য ও প প কর্মকর্তা ডাঃ সুচিন- চৌধূরী, উপজেলা পঃ পঃ কর্মকর্তা মোঃ শাহজাহান আলী, এফআইভিডিবি এর ডিরেক্টর মোঃ জাহিদ হোসেন, স্যাভ দ্যা চিলড্রেন- বাংলাদেশ এর ডাঃ মহি উদ্দিন চৌধুরী সহ আর ও অন্যান্য কর্মকর্তা গণ তাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এফআইভিডিবি কর্তৃক সংস্কারকৃত মা-মানি কোইকা প্রকল্পের কাজ দেখার জন্য গতকাল মঙ্গলবার সকাল ১০টায় নৌকাযোগে কাকাইলছেও ইউনিয়নের স্বাস’্য ও পরিবার কল্যাণ কেন্দ্র পরির্দশন করে সেখানকার কর্মরত পরিবার কল্যাণ পরিদর্শিকা গৌরী রাণী দেবী, ডাক্তার সুব্রত চক্রবর্তী, ইউপি চেয়ারম্যান আলহাজ্ব নূরুল হক্ব ভূইয়া ও গণ্যমাণ্য ব্যক্তিবর্গের সাথে এক মতবিনিময় অনুষ্ঠিত হয়। পরে সিইও মিঃ নভো কীম এফআইভিডিবি কর্তৃক বাস-বায়িত মা-মনি কোইকা প্রকল্প কার্যক্রম এর আওতায় প্রশিক্ষণ প্রাপ্ত ও দক্ষ সেবাদানকারীর মাধ্যমে নিরাপদ ডেলিভারী নিশ্চিত করার লক্ষ্যে ডেলিভারী কেন্দ্র নির্মান কৃত কাকাইলছেও মামুদপুর গ্রামের শিখা রাণী দেব এর বাড়ী পরিদর্শন করেন। পরে বিকাল ২টায় প্রতিনিধি দল শিবপাশা এফডব্লিউসি পরিদর্শনে যান সেখানে পৃথিষ চন্দ্র বনিক, ইউপি চেয়ারম্যান মোঃ তফসির মিয়া সহ এলাকার গন্যমান্য ব্যক্তি বর্গের সাথেও মতবিনিময় করেন। স্যাভ দ্যা চিলড্রেন-কোরীয়ার প্রতিনিধি দল সংস’ার কার্যক্রম দেখে সন’ষ প্রকাশ করেন এবং উপজেলা প্রশাসন সহ সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। পরে তারা বিকাল ৪:৩০ মিনিটে সী প্লেইনযোগে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হন।
আরও পড়ুন...
নওগাঁয় ৯টি ককটেল ১৫ টি সাউন্ড বোমাসহ বিপুল পরিমান জিহাদী বই উদ্ধার- ৬ শিবির নেতাকর্মীকে আটক করেছে পুলিশ
এনবিএন ডেক্সঃ নওগাঁ সদরের শহরস্থ নামাজগড় মাদ্রাসা পাড়া থেকে ৯টি ককটেল, ১৫ টি সাউন্ড বোমা …