22 Chaitro 1431 বঙ্গাব্দ শনিবার ৫ এপ্রিল ২০২৫
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / শিক্ষা / পীরগঞ্জের জাফরপাড়া মাদ্রাসায় অধ্যক্ষ নিয়োগের সচ্ছতা নিয়ে সন্দেহ ।

পীরগঞ্জের জাফরপাড়া মাদ্রাসায় অধ্যক্ষ নিয়োগের সচ্ছতা নিয়ে সন্দেহ ।

পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধিঃ পীরগঞ্জের জাফরপাড়া দারুল উলুম কামিল মাদ্রাসায় অধ্যক্ষ নিয়োগ নিয়ে বিভিন্ন মহলে নানান জল্পনা কল্পনা চলছে । মাদা্রসাটির অনেক শিক্ষক, অবিভাবক ও এলাকাবাসীর মতে সচ্ছতার সঙ্গে এ নিয়োগ হবে কি না এটাই প্রশ্ন ।
বিভিন্ন সুত্র ও অভিযোগে জানা গেছে সমপ্রতি মাদ্রাসাটিতে অধ্যক্ষ পদে নিয়োগের জন্য ভারপ্রাপ্ত অধ্যক্ষ দরখাস’ আহবান করেছিলেন । গত ২৮ অক্টোবর রংপুর কারমাইকেল কলেজে প্রার্থীদের নিয়োগ পরীক্ষা সম্পন্ন হয় । অথচ অধ্যবধি সে নিয়োগ পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়নি । উপরোন- মাদ্রাসাটির অধ্যক্ষ ৮ ডিসেম্বর পত্রিকায় বিজ্ঞপ্তির মাধ্যমে একই পদে আবারও দরখাস’ আহবান করেন । কিন’ এবারের নিয়োগ বিজ্ঞপ্তিটিতে প্রার্থীর যে যোগ্যতা চাওয়া হয়েছে তাতে অনেক প্রার্থী বিভ্রানি-র মধে পড়েছেন । তাদের মতে এ নিয়োগ বিজ্ঞপ্তি টি সরকারী নিয়োগ সংক্রান- পরিপত্রের পরিপনি’ । তাদের মতে নিযোগ সংক্রান- পরিপত্র অনুযায়ী এ পদের জন্য কামিল ১ম শ্রেনী ছাড়াও যে ক্যাটগরীর যোগ্যতা সম্পন্য প্রার্থীদের আবেদনের সুযোগ থাকার কথা এ বিজ্ঞপ্তিটিতে শুধু মাত্র ১ম শ্রেনী ও সকল পরীক্ষায় নুন্যতম ২য় বিভাগ যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের আবেদন চাওয়া হয়েছে । ফলে পুর্বের অনেক প্রার্থীই দরখাস’ করার সুযোগ পাননি ।
এ দিকে পুর্বের পরীক্ষার ফল প্রকাশ না করা এবং পরিবর্তিত বিজ্ঞপ্তির ব্যাপারে পুর্বের একাধিক পা্রর্থী ও সচেতন অবিভাবক মনে করছেন কোন বিশেষ ব্যাক্তিকে এ পদে নিয়োগ দেওয়ার জন্যই তার যোগ্যতানুযায়ী এ দরখাস’ আহবান করা হয়েছে । এমনটি হলে অনেকেই হতাশ হবেন এং প্রতিষ্টানটির ভাবমুর্তিও ক্ষুন্ন হবে ।
এ ব্যাপারে মাদ্রাসাটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ আঃ রহিম এর সঙ্গে কথা হলে তিনি এ প্রতিনিধিকে বলেন ‘ পরীক্ষা নিয়োগ বোর্ডের মনোপুতঃ না হওয়ায় বোর্ডের সিদ্ধান-নুযায়ী নুতন করে দরখাস’ আহবান করা হয়েছে ’ ।

আরও পড়ুন...

নওগাঁয় শিক্ষার গুণগত মানোন্নয়ন বিষয়ক আলোচনা সভা

এন বিএন ডেক্সঃ নওগাঁয় কোভিড-১৯ সময়ে প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়ন বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। …