এনবিএন ডেক্স: নওগাঁর মান্দায় এক বিধবার কুঁড়েঘর আগুনে পুড়িয়ে ছাই করে দিয়েছে র্দুবৃত্তরা। উপজেলার সদর হাসপাতালের দড়্গিণ পশ্চিম দিকে ছোট বেলালদহ গ্রামের মৃত পিয়ার খামারম্নর স্ত্রীর কুড়েঘর গত সোমবার গভীররাতে পুড়িয়ে দিয়েছে র্দূবৃত্তরা। সরেজমিনে সাংবাদিক আসার সংবাদ পেয়ে স’ানীয়রা ছুটে এসে জানান, বেশ কিছুদিন ধরে এলাকার মুখ চেনা বখাটেরাসহ তাদের সহযোগীতায় বাহিরে থেকে আনা একটি সংঘবদ্ধ দল ওই বিধবার বাড়ির আশে-পাশে ঘুরাফেরা করত। ঘটনার দিনও বাহিরের অজ্ঞাতসহ ওই মুখচেনা কিছু বখাটেরা ঘুরাফেরা করে। রাতে বিধবার ঘরে আগুন লেগে দিলে বিধবার আত্নচিৎকারে প্রতিবেশিরা এগিয়ে আসলে র্দুবৃত্তরা পালিয়ে যায় এবং স’ানীয়দের সহযোগীতায় আগুন নেভালেও সবকিছু পড়ে ছাই হয়ে যায়। ওই বিধবা কান্না জড়িত কন্ঠে সাংবাদিকদের জানান, তার টিনের ছাপড়ার বনের বেড়ার ঘরটি এলাকার কছিমুদ্দিনের পুত্র মামুন, রফিকুল ও দুখু তাদের সঙ্গীয়দের নিয়ে বাসায় এসে অকথ্য ভাষায় গালিগালাজ করে ঘরটিতে আগুন লেগে দিয়ে পালিয়ে যায়। বিধবা আরও দাবি করেন তার ঘরে বিছানার নিচে গচ্ছিত ২ হাজার টাকা, চাল-ডালসহ সবকিছু পড়ে ছাই হয়ে গেছে। চুলো জালানোর মতো চাল-ডাল, খরকুটোও নেই। ওই বসতভিটাকে কেন্দ্র করে আদালতে মামলা রয়েছে। মামলার মিমাংসার নামে পুলিশ আবার মোটা অংকের টাকার বিনিময়ে বিধবার ছেলে মাজেদকে কৌশলে থানায় ডেকে নিয়ে মারধর করে ভয়ভীতি দেখিয়ে অন্যভাই রাশেদ, আজাদ এবং তার মামা কফিলকে জড়িয়ে সাজানো চাঁদাবাজির অভিযোগে মামলা রেকর্ড করে মাজেদকে জেল হাজতে প্রেরণ করেছে বলেও ভুক্তভোগীরা জানান। থানা সূত্রে জানা গেছে একই এলাকার মামুনুর রশিদ বাদি হয়ে ওই দিন গত ৪ ফেব্রম্নয়ারি সন্ধ্যা ১৯.৪৫ সময়ে মাজেদসহ আরও ৪জনকে আসামী করে চাঁদাবাজির একটি মামলা দায়ের করেছেন। এব্যাপারে মান্দা থানার এস আই গৌতুম চন্দ্র মালির সাথে যোগাযোগ করা হলে তিনি টাকা নেওয়ার কথা অস্বীকার করে বলেন, জমি-জমা নিয়ে তাদের মধ্যে দ্বন্দ্বের জের ধরে চাঁদাবাজির অভিযোগের ভিত্তিতে তাকে আটক করে জেল হাজতে প্রেরণ করা হয়।
আরও পড়ুন...
নওগাঁয় নিখোঁজের ৭ দির পর মাদ্রাসা ছাত্রের মরদেহ উদ্ধার
এনবিএন ডেক্সঃ নওগাঁর বদলগাছীতে ব্রিজের নিচ থেকে সাকিব হোসেন (১৫) নামে এক মাদ্রাসা ছাত্রের মরদেহ …