আজমিরীগঞ্জ প্রতিনিথি ॥
আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিতে গিয়ে পুলিশের হাতে আটক হয়েছে জিয়া মিয়া নাকে একটি ব্যাক্তি। জানা যায়,সোমবার দুুপর ১২টার দিকে রিক্সা চালক জিয়ার মিয়া চর্ম রোগের চিকিৎসা নিতে যায় উপজেলা স্বাস’কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার বজলুর রহমানের নিকট। তিনি জিয়া মিয়াকে একটি ব্যবস্থা পত্রে ঔষুধের নাম লিখে দেন। জিয়া ঢুকেন নিয়ে ফার্মাসিস্টের কাছে গেলে ফার্মাসিস্ট লেখা না বুজায় বারবার ডাক্তাররের কাছে যাওয়াতে তিনি বিরক্তি বোধ করেন। এক পর্যায়ে দু’জনের মধ্যে কথা কাটাকাটি হয়। ডাক্তার উত্তেজিত হয়ে জিয়া মিয়া ধাক্কা দিলে জিয়াও ডাক্তারের উপর চড়াও হলে হাসপাতালের অন্যান্য কর্মীরা জিয়াকে ১ঘন্টা বাতরুমে আটক করে রাখেন। পরে পুলিশকে খবর দিলে পুলিশ এসে থানা নিয়ে যায়। পরে সন্ধ্যায় ডাক্তার বজলুর রহমান নিজে গিয়ে থানা থেকে ছাড়িয়ে আনেন।
আরও পড়ুন...
নওগাঁয় করোনা ভাইরাসে আরও ১ জনের মৃত্যু ঃ সর্বমোট মৃত্যু ২২ জনঃ নতুন আক্রান্ত ১০ জন ঃ সর্বমোট আক্রান্ত ১৩৭৪
এন বিএন ডেক্সঃ নওগাঁ জেলায় নতুন করে ১০ ব্যক্তির শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। আরও …