8 Kartrik 1431 বঙ্গাব্দ বুধবার ২৩ অক্টোবর ২০২৪
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / জাতীয় সংবাদ / স্বার্থ ছাড়া গাছ লাগান দূর্গা মোহন দেব নাথ

স্বার্থ ছাড়া গাছ লাগান দূর্গা মোহন দেব নাথ

কালীগঞ্জ, লালমরিহাট প্রতিনিধি: লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার ২নং মদাতী ইউনিয়নের কিশামত মদাতী গ্রামে কালীমোহন দেবনাথ কবিরাজ কিন্তু কালীযুগী নামে সুপরিচিত ছিলেন। তাকে কবিরাজ হিসাবে সাবাই চিনত। সেই সূত্র ধরে তার ছেলে দূর্গ মোহন দেবনাথ তার বাবার উত্তরসূরী হিসাবে বাবার ঐতিয্যকে বজায় রাখার জন্য বাবার পেশাকে গ্রহণ করে নিয়ে বাবার সূনাম অক্ষুন্ন রেখে দীর্ঘ দিন যাবৎ কবিরাজি করিয়া আসিতেছেন। পরে তিনি বৃক্ষ রোপন কর্মসূচীর উপর একটি প্রশিক্ষণ গ্রহণ করেন। সেই অভিজ্ঞাতার আলোকে বৃক্ষ রোপন কর্মসূচীর উপর কাজ করা শুরু হয়। বৃক্ষ রোপন করতে হলে বিভিন্ন ধরনের উপকরণের প্রয়োজন হয়। তাই তিনি মাঠ থেকে মাটি নিয়ে এসে জৈব সার, রাসানিক সার দিয়ে মাটিতে মিশিয়ে কিভাবে প্যাকেটজাত করবে তা নিয়ে সংকটে পড়েন। সে সময় পলিথিনের ব্যবহার না থাকায় তিনি লবনের প্যাকেটে চারা রোপন করার প্রস-তুতি গ্রহণ করে।র্
মাটি প্যাকেট হইল কিন’ু চারা পাব কোথায়। তখন তিনি কোঁদাল, পাসুন নিয়ে অন্যের বাঁশ বাগান, সুপারি বাগান এবং বড় বড় জঙ্গল থেকে অনেক কষ্ট করে বড়ই চারা, পেয়ারা চারা, তেতুঁল চারা, আমের চারা, কাঁঠালের চারা, সংগ্রহ করে। এভাবে তার ছেলেকে নিয়ে অতিকষ্টে চারা সংরক্ষন করে। ধিরে ধিরে ছোট একটি নার্সারী গড়ে তুলে। তার নাম রাখে “সুবুজ নার্সারী”। তখন নার্সারীর প্রচার না থাকায় গাছ বিক্রি কম হওয়ায় পরিবারের খরচের পয়সাও জুটত না, এভাবে দিন দিন নার্সারীটি ছোটে থেকে বড় হয়ে উঠে। বিভিন্ন প্রজাতীর প্রায় ৫০০ জাতের ফলজ, বনজ সম্পদ নার্সারীটিকে সুন্দর করে তুলেন। দূর্গা মোহন দেবনাথ দীর্ঘ দিন ধরে বিভিন্ন প্রজাতীর ফলজ, বনজ ও ঔষুধি গাছের চারা রোপন করিয়া নার্সারীর মালিক হিসাবে জেলা বৃক্ষ মেলায় অংশ করিয়া জেলা প্রশাসক কর্তৃক পুরষ্কার প্রাপ্ত হইয়াছে। যাহা গত ০৬/০২/১৯৯৪ ইং তারিখ লালমনিরহাট জেলা পর্যায় ২২/০৮/১৯৯৪ ইং তারিখ নিলফামারী জেলা বৃক্ষ মেলায় অংশ গ্রহণ করে পুরস্কার প্রাপ্ত হন। তাছাড়ও প্রতি বছর কালীগঞ্জ উজেলায় বৃক্ষ মেলায় বিভিন্ন প্রজাতীর চারা উপসি’তির মাধ্যমে উপজেলা নির্বাহী অফিসার তাহাকে অনেক পুরস্কার প্রদান করিয়াছেন।এবং প্রতি বছর মেলায় অংশ গ্রহণের সনদ পত্র প্রদান করিয়াছেন। এছাড়াও তিনি নিস্বর্থে বিভিন্ন স’ানে বৃক্ষ রোপন করিয়া আসিতেছেন। স’ানীয় ভাবে হাজরানীয়া দ্বিমূখী উচ্চ বিদ্যালয় মাঠ, উত্তরণ মহা বিদ্যালয় মাঠ, মনিরাবাদ মাদ্‌রাসা মাঠ, হাজরানীয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠ ও রব্বানীয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠ, হাজরানীয়া হইতে বাবুর বাড়ী রাস-ার দুই পার্শ্বে প্রায় ১০০০ আম, কাঁঠাল সহ বিভিন্ন প্রজাতীর গাছ লাগিয়ে প্রতিষ্ঠান এবং সরকারের অনেক সম্পদ গড়ে দিয়েছেন। আর্দশ শিশু নিকেতন,হাজরানীয়া বার্ষিক ফলাফল বিবরণী ও অভিভাবক সমাবেশ/২০১১ গতকাল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ রশিদুল ইসলাম,সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সিরাজুল ইসলাম প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান জনাব নুরুজ্জামান আহম্মেদ,বিশেষ অতিথি আলহাজ্ব ইউসুফ আলী,সাবেক চেয়ারম্যান নুরুল ইসলাম,আমিরুল হক উক্ত সভায় প্রধান অতিথি ছাত্র/ছাত্রীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন। পরে সবুজ নার্সারী হাজরানীয়া সুভ উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান জনাব নুরুজ্জামান আহম্মেদ। সবুজ নার্সারীর মালিক শ্রী দূর্গা মোহন দেবনাথ প্রমূখ তাঁর নার্সারীর বিভিন্ন প্রজাতির ফলজ,বনজ ও ঔষধী গাছ প্রায় ৫০০ ছাত্র/ছাত্রীদের মাঝে বিনামূল্যে বিতরণ করেন। গাছ
বিতরণী অনুষ্ঠানে বক্তব্য রাখেন জনাব নুরুজ্জামান আহম্মেদ,বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সিরাজুল ইসলাম,শ্রী দূর্গা মোহন দেবনাথ প্রমূখ। বিষয়টি জানতে চাইলে দূর্গা মোহন দেবনাথ এ প্রতিনিধিকে বলেন গাছ লাগাতে আমার কোন আপত্তি নাই কিন’ু গাছ গালাতে অনেক ব্যায় হয়। আমাকে যদি সরকারের পক্ষ্য থেকে উৎসাহ, সহযোগীতা এবং অনুমতি দিত তাহলে আমি কয়েক হাজার গাছ রাস-ার দুই পার্শ্বে লাগিয়ে দিতে পারতাম।

আরও পড়ুন...

নওগাঁর নিয়ামতপুরে সমতল আদিবাসীদের মিলন মেলায় ঐতিহ্যবাহী সাঁওতালী নৃত্য প্রতিযোগিতায় আদিবাসীরা মানুষ হয়েছে, আদিবাসীরা পুরোপুরি মানুষ না হলেও বারো আনা মানুষ হয়েছে ————————————–খাদ্যমন্ত্রী

এন বিএন ডেক্সঃ  ক্ষুদ্র নৃ-গোষ্ঠী অর্থাৎ আদিবাসীরা মানুষ হয়েছে, তবে পুরোপুরি মানুষ না হলেও বারো …