22 Chaitro 1431 বঙ্গাব্দ রবিবার ৬ এপ্রিল ২০২৫
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / ক্রাইম নিউজ / বানিয়াচঙ্গের পাখির খূনের মূল ঘাতক তারই খালাতো ভাই জুনাইদ গ্রেফতার

বানিয়াচঙ্গের পাখির খূনের মূল ঘাতক তারই খালাতো ভাই জুনাইদ গ্রেফতার

আজমিরীগঞ্জ প্রতিনিধি:
এক জোড়া ৮শ টাকার মূল্যে কানের দুলের জন্য সারে চার বছরের শিশূ পাখি আক্তারকে খুন করল খালাতো ভাই ঘাতক জুনাইদ। পাখির মা-বাবা একমাত্র শিশূ কণ্যাকে হারিয়ে বাকশক্তি হারিয়ে বারবার মুর্চা যাচ্ছেন। জানা যায়,বি-বাড়িয়ার জেলার সরাইল উপজেলা ব্রাস্খন গ্রামের ফজর আলী পুত্র জুনাইদ (১৫) তার মায়ের চাচাতো বোনজামাই বানিয়াচং উপজেলা ৫নং দৌলত ইউনিয়নের মুরাদপুর গ্রামের বাহার মিয়ার বাড়িদে থাকতো। সেখানে ৩মাস যাবৎ কাদিরগঞ্জ বাজারে লেবার হিসাবে কাজ করতো। দৌলতপুর গ্রামের গ্রাম পুলিশ পাখির প্রতিবেশী ইসমাইল জানান,ঘাতক জুনাইদ গ্রামবাসীর সামনে স্বীকরোক্তিতে জানান,গত শুক্রবার দুপুরে কাদিরগঞ্জ বাজারে নিয়ে যায়। পুরাতন জনতা ব্যাংকের সিড়ির নিচে নিয়ে পাখির কানের স্বর্ণের দুল নিয়ে যেতে চাইলে পাখি চিৎকার শুরু করে। এসময় গলাটিপে তাকে শ্বাসরদ্ধ তরে হত্যা করে ঘাটত জুনাইদ। পরে পাষন্ড জুনাইদ পাখির নিস্পাপ নিথর দেহটি ইট ও বালু দিয়ে ঢেকে স্বর্ণের নিয়ে চলে যায়। পরে ওই দুটি দুল বাজারের একটি ব্যবসায়ীর নিকট ৮শ টাকা দিয়ে বিক্রিও করে। নগদ ২শ টাকা নিয়ে বাকি টাকা পরে নিবে বলে পুনরায় পাখির বাড়ীতে ফিরে আসে জুনাইদ। ওইদিন বিকালে ঘাতক তার টাকা দিয়ে পাখির নিখোঁজ সংবাদরে মাইকিং করায়। খুনের ঘটনা উৎঘাটনের বিষয়ে এলাকাবাসী জানান,কাদিরগঞ্জ বাজারের মসজিদের ইমাম পাখির পরিবারকে জানান,পাখি আক্তারকে আমি জুনাইদের সাথে নিয়ে যেতে দেখেিিছ এর থেকে সে ফিরে আসেনি। খরব পেয়ে পুলিশ উপসি’ত হয়ে কাদিরগঞ্জ বাজারের আশপাশে তল্লাশি চালালে ব্যাংকের নিচ তলা পাখর লাশ উদ্ধার করেন। পুলিশের সন্দেহ করে শনিবার রাত সাড়ে ১০ টায় জুনাইদকে আটক করার পর চিজ্ঞাসাবাদে খুনের দায় স্বীকার করে। এব্যপারে হত্যা মামলার প্রস-তি চলছে।

আরও পড়ুন...

নওগাঁয় তরুণকে অপহরণ চেষ্টা, আটক ২

নওগাঁ প্রতিনিধি : নওগাঁর মান্দায় এক তরুণকে অপহরণ করে নিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজন দুই …