8 Kartrik 1431 বঙ্গাব্দ বুধবার ২৩ অক্টোবর ২০২৪
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / সারাদেশ / পীরগঞ্জের করতোয়া পাড়ের জীবন চিত্র চোরাকারবারীই অনেকের জীবিকা নির্বাহের একমাত্র পথ !

পীরগঞ্জের করতোয়া পাড়ের জীবন চিত্র চোরাকারবারীই অনেকের জীবিকা নির্বাহের একমাত্র পথ !

পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধিঃ রংপুরের পীরগঞ্জ উপজেলার প্রত্যন- জনপদের একটি গ্রাম বিছনার চর। যে গ্রামের বেশীর ভাগ পরিবারই চোরাকারবাীরকেই জীবিকা নির্বাহের পথ হিসেবে বেছে নিয়েছে। উপজেলা সদর হতে ২০ কিঃ মিটার দুরে যোগাযোগ বিচ্ছিন্ন করতোয়া নদীর ধার ঘেঁষে অর্ধশত বছর পুর্বে এখানে গড়ে ওঠে বসতি। গ্রামের অধিকাংশ পরিবারেরই নিজস্ব কোন জমি নেই ,শুধুমাত্র বাস’ভিটা ছাড়া। যে দু’ একটি পরিবারের যৎসামান্য জমি রয়েছে সেখানেও কোন আবাদ হয় না খরা এবং বর্ষা দুই মওসুমেই। চারিদিকে শুধু ধু ধু বালুচর। বর্ষাকালে বন্যার পানি প্রবেশ করে ঘরের ভেতর। গোটা গ্রামে ২শ ৫০ পরিবারের কর্মক্ষম পুরষ রয়েছে ৩ শতাধিক। রোজ প্রত্যষে এরা ঘর ছাড়ে, ফিরে আসে গভীর রাতে। অনেকেই মোটা মজুরীতে চোরাই পণ্য পরিবহনের কাজ করে। কেউ আবার বিভিন্ন ভাবে সামান্য তহবীল সংগ্রহ করে তা দিয়ে অবৈধভাবে আমদানিকৃত ভারতীয় পণ্য সংগ্রহ করে নিয়ে এসে চাহিদানুযায়ী বিভিন্ন এলাকায় সরবরাহ দেয়। যা আয় হয়,তা দিয়ে চাল,ডাল নুন তেল কিনে নিয়ে গভীর রাতে বাড়ি ফিরে আসে। সমপ্রতি অবশ্য কিছু পরিবার কৃষিকাজে ঝুঁকে পড়েছে। বছরের পর বছর ধরে এভাবেই কেটে যাচ্ছে এদের জীবন। দিনাজপুরের হিলি সীমান- পথে অবৈধভাবে রাতারাতি ভারতীয় চিনি, কাপড়, মসলা, প্রসাধনী, সার, কীটনাশক, খুচরা যন্ত্রাংশ এমনকি ফেন্সিডিল পর্যনত্ম আমদানি করে নবাবগঞ্জ, দাউদপুর ,ভাদুরিয়া, ঘোড়াঘাট ও রানীগঞ্জের কতিপয় কোটিপতি মহাজন বিশাল বিশাল গুদামে স’প করে রাখে। রোজ প্রত্যুষে রংপুর-বগুড়া মহাসড়কের পার্শ্ববর্তী এলাকার চোরাকারবারিরা ওইসব মহাজনের কাছ থেকে তা নগদ টাকায় ক্রয় করে স্ব স্ব এলাকায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে। রোজ শত শত বাইসাইকেল, রিক্সা ভ্যানযোগে আরোহীরা নগদ টাকা ও বস-া নিয়ে যায় ওই পৃথক ৫ টি স’ানের মহাজনদের কাছে। বাইসাইকেল এর সামনে পেছনে বোঝাই করে ভারতীয় মালামাল নিয়ে ফিরে আসে ২/৩ ঘন্টা পরেই। টুকুরিয়া ইউনিয়নের বিছনার চর (ভিটাপাড়া) গ্রামের তিন শতাধিক পুরুষ এ কাজে নিয়োজিত। সংশিস্নষ্ট থানা পুলিশের সাথে এদের মাসিক চুক্তি রয়েছে মর্মে অভিযোগ রয়েছে। থানা পুলিশ এবং স’ানীয় ঝুট ঝামেলা মেটানোর পরেও এরা প্রত্যেকে গড়ে দৈনিক দেড় হতে দুশো টাকা রোজগার করে। পেশা হিসেবে অত্যন- ঝুকিপূর্ণ হলেও ওই গ্রামের মানুষ এ পেশা থেকে যা আয় হয় তা দিয়েই পাড়ী দেয় জীবন জীবিকা ।

আরও পড়ুন...

নওগাঁর মান্দায় মসজিদের জমি জবর দখলের অভিযোগ

এনবিএন ডেক্সঃ নওগাঁর মান্দায় কাঞ্চন আলোক দিয়ার জামে মসজিদের জমি জবর দখল করে ঘর নির্মাণের …