22 Chaitro 1431 বঙ্গাব্দ শনিবার ৫ এপ্রিল ২০২৫
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / কৃষি সংবাদ / নওগাঁর পানিশালে ডিবটিউবয়েলে অপারেটরকে হুমকি ১০০ বিঘা জমির ফসল না হওয়ার আশংকা

নওগাঁর পানিশালে ডিবটিউবয়েলে অপারেটরকে হুমকি ১০০ বিঘা জমির ফসল না হওয়ার আশংকা

এনবিএন ডেক্স: নওগাঁ সদর উপজেলার বলিহার ইউপির পানিসাল ডিবটিউবলের অপারেটরকে ও ডিবটিউবয়েল জবরদখল কে কেন্দ্র করে ইউএনও, ওসি ও চেযারম্যান বরারাবর লিখিত অভিযোগ করা হযেছে।
সরেজমিনে গিয়ে জানা যায়, গোলাম রাব্বানী ঐ ডিবটিউবলের অপারেটর এবং কৃষক সমিতির ম্যধমে ডিবটিউবল স’াপন করার পর হতে শানি- পূর্নভাবে ডিবটিউবল পরিচালনা করে আসাকালে কিছু অকৃষি ব্যক্তি সার্থে ক্ষমতার দাপটে মাত্র পাঁচ জন কৃষককে নিয়ে ডিবটিউবয়েল জবরদখল করার হহুমকি দেওয়াই উক্ত ডিবটিউবলের প্রায় ১০০ বিঘা জমির ফসল না হওয়ার আশংকা দেখা দিয়েছে। এ বিষয়ে স’ানীয় চেযারম্যনের সঙ্গে কথা বললে তিনি জানান, অপারেটর গোলাম রাব্বানীর অভিযোগের প্রেক্ষিতে সেখানে কৃষক সমাবেশ করে প্রকৃত কৃষকদের ভোট গ্রহনের পর দেখা যায় গোলাম রাব্বানীর পক্ষে ৪১ ভোট সোলাইমান এর পক্ষে মাত্র ৫ ভোট। ভোট গ্রহন শেষে গোলাম রাব্বানীকে ডিবটিউবলটি শানি- পূর্নভাবে পরিচালনার জন্য লিখিত অনুমতি দেন স’ানীয় প্রশাসন ও বিএডিএ কর্তৃপক্ষ। এর পরও অপারেটরকে হুমকি প্রদান করলে সেখানে প্রায় ১০০ বিঘা জমির ফসল না হওয়ার আশংকা দেখা দিয়েছে।

আরও পড়ুন...

নওগাঁর রাণীনগরে অভিযানে কারেন্ট-রিং জাল জব্দ ॥ জরিমানা আদায়

এনবিএন ডেক্সঃ নওগাঁর রাণীনগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে অবৈধ কারেন্ট ও রিং জাল দিয়ে …