কালীগঞ্জ,লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাট,কালীগঞ্জ উপজেলার চামটাহাট হাই স্কুলের ছাত্রী মোছাঃ বিলকিস খাতুন (১৪),পিতা-বেলাল হোসেন,গ্রামঃ ধওলাই, হাতিবান্ধা,লালমনিরহাট, স্কুল যাতায়াতের পথে রফিকুল ইসলাম (২০),পিতা-শহরউল্লাহ,গ্রামঃ কেতকিবাড়ি, হাতিবান্ধা,লালমনিরহাট উক্ত্যক্ত করিয়া আসিতেছিল। গত ০৪/০২/১২ ইং তারিখ স্কুল আসার পথে অশ্লীল আচারন করে উক্ত্যক্ত করার সময় জনগন হাতেনাতে ধরে কালীগঞ্জ থানায় সোপদ্দ করে। ভ্রাম্যমান আদালত বসিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব এরশাদ আহসান হাবিব ১০ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।
আরও পড়ুন...
নওগাঁয় তরুণকে অপহরণ চেষ্টা, আটক ২
নওগাঁ প্রতিনিধি : নওগাঁর মান্দায় এক তরুণকে অপহরণ করে নিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজন দুই …