22 Chaitro 1431 বঙ্গাব্দ শনিবার ৫ এপ্রিল ২০২৫
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / কৃষি সংবাদ / নওগাঁর পত্নীতলার বরেন্দ্র অঞ্চলে সরিষা চাষে বাম্পার ফলনে কৃষক খুশি

নওগাঁর পত্নীতলার বরেন্দ্র অঞ্চলে সরিষা চাষে বাম্পার ফলনে কৃষক খুশি

এনবিএন ডেক্স: নওগাঁর পত্নীতলার বরেন্দ্র অঞ্চলে এবার চলতি রবি মৌসুমে সরিষার বাম্পার ফলনে কৃষকরা খুশি। এবার আমন মৌসুমে উপসি আতব ধানে হঠাৎ করে কারেন্ট পোকার আক্রমনে কৃষকেরা তাদের ক্ষতি পুষিয়ে নিতে আগাম ফসল হিসাবে সরিষা ও আলু চাষ বেছে নিয়েছে। অন্যান্য রবি ফসলের মত সরিষা চাষের জন্য তেমন কোন দুর্যোগ না থাকায় এবং বিগত বছর গুলোতে বাজারে সরিষার ভালো দাম পাওয়ার এবার বরেন্দ্র অঞ্চলের কৃষকেরা ইরি-বোরো চাষের আগে আগাম বিভিন্ন জাতের সম্পদ টরি-৭, বারি-৯, বারি-১৪ সরিষা চাষে মনযোগী হয়ে উঠেছে। এবারে সরিষা বাম্পার ফলন বিগত আমন ধানের ক্ষতি পুষিয়ে দিবে বলেও অনেক কৃষক আশা ব্যক্ত করেছেন। এবারে পত্নীতলায় ১৬০০ হেক্টর জমিতে সরিষার চাষ করা হয়েছে। যার লক্ষ্যমাত্রা ধরা হয়েছে প্রায় তিন হাজার মেট্রিকটন। কৃষি অধিদফতর সূত্রে জানা গেছে, এ বছর সরিষা মৌসুমে কৃষি অফিসের কর্মকর্তারা সার্বক্ষণিক মাঠে থেকে কৃষকদের নানা ভাবে সহযোগিতা ও পারামর্শ দিয়েছেন। এ বছর সরিষা চাষে তেমন কষ্ট হয়নি। তুলনামূলকভাবে খরচ হয়েছে অনেক কম। পোকার কোন প্রাকার আক্রমণ হয়নি। বিঘা প্রতি ৬/৭ মন হারে সরিষা ঘরে তুলতে পারবে বলে কৃষকরা আশা করেছেন। আমন ধান উঠানোর পরই ভেজা মাঠে সরিষার চাষ করা সম্ভব ও অতি কম খরচে অতিরিক্ত আবাদ হিসাবে সরিষা আবাদের পর আবারো পুরো দমে ইরি বোরো চাষ করা সম্ভব বলে কৃষি অধিদফতর জানান। এ বছর কৃষককে আরও অধিক হারে অতিরিক্ত ফসল চাষে উদ্বুদ্ধ করে রবি মৌসুমে সরিষার চাষে সচেতন করতে কৃষি অধিদফতর কাজ করছে। এ সব সঠিক ভাবে চাষের জন্য কৃষককে সব ধরনের সহযোগিতা করছে কৃষি অধিদফতর বলেও কৃষকরা জানান। পানি সেচ ও বালাইনাশক ছাড়াই এবার সরিষা ভাল হয়েছে। এই সল্প ব্যয়ে এবারের ক্ষতি পুষিয়ে নিয়ে সরিষার বাম্পার ফলন আশা করছে অত্র অঞ্চলের কৃষকরা।

আরও পড়ুন...

নওগাঁর রাণীনগরে অভিযানে কারেন্ট-রিং জাল জব্দ ॥ জরিমানা আদায়

এনবিএন ডেক্সঃ নওগাঁর রাণীনগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে অবৈধ কারেন্ট ও রিং জাল দিয়ে …