22 Chaitro 1431 বঙ্গাব্দ শনিবার ৫ এপ্রিল ২০২৫
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / শিক্ষা / ১ ভূয়া পরীক্ষার্থীনী গ্রেফতার ১শিক্ষক বহিস্কার।

১ ভূয়া পরীক্ষার্থীনী গ্রেফতার ১শিক্ষক বহিস্কার।

এনবিএন ডেক্স: গতকাল বৃস্পতিবার দাখিল ভোকেশনাল পরীক্ষায় ১১ ভূয়া পরীক্ষার্থীনী গ্রেফতার ও ২ শিক্ষক বহিস্কার হওয়ার খরব পাওয়া গেছে। চলতি দাখিল পরীক্ষায় বড় বেলালদহ ইসলামীয়া মাদ্‌রাসা পরীক্ষা কেন্দ্রে পপি নামে এক পরীক্ষার্থীনির বদলে সাবিনা ইয়াসমীন নামে ৯ম শ্রেণী পড়-য়া ছাত্রী পরীক্ষা দিতে গেলে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মাদ আশেক হাসান তাকে চ্যালেঞ্জ করে নিশ্চিত ভূয়া বলে স্বীকার করায় তাকে গ্রেফতার করে। অপর দিকে নিজ মাদ্‌রাসার পরীক্ষার্থীদের সহায়তার কারণে রেবা আকতার আলিম মাদ্‌রাসার সিনিয়র মৌলভী আজাহার উদ্দিন নামে ১ জন শিক্ষককে এক বছরের জন্য বহিস্কার করেন। ঘটনাটি জানা জানি হলে কেন্দ্রে থমথমে ভাব অবস’া বিরাজ করে। মান্দা থানার ওসি আব্দুল্লাহিল বাকি জানান এঘনায় কেউ বাদি না থাকায় কোন মামলা হয় নি। প্রত্যক্ষদর্শিরা জানান, মোটা অংকের উৎকোচের বিনিময়ে তাকে ও পরীক্ষার্থীনীকে ছেড়ে দেওয়া হয়েছে ।

আরও পড়ুন...

নওগাঁয় শিক্ষার গুণগত মানোন্নয়ন বিষয়ক আলোচনা সভা

এন বিএন ডেক্সঃ নওগাঁয় কোভিড-১৯ সময়ে প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়ন বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। …